Sunday, May 5, 2024
spot_img
spot_img
HomeখবরPratap Chunari দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে এক্সট্রা নজর দেওয়ার আবেদন প্রতাপ চুনারির।

Pratap Chunari দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে এক্সট্রা নজর দেওয়ার আবেদন প্রতাপ চুনারির।

পিসি নিউজ বাংলা:- দেশের অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্নীতিটা বেশি চোখে পড়ছে, গরু পাচার থেকে শুরু করে চাকরি বিক্রি আরো অনেক কিছু, প্রত্যেকদিন প্রতিনিয়ত কিছু ঘটেই চলেছে পশ্চিমবঙ্গে, আজ এ নেতা জেলে থাকছে তো কাল সে নেতা জেলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণের রক্ত চুষে শেষ করে দিয়েছে রাজ্য সরকার, শুধুমাত্র কাঠামোটাই পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষের, তাই রাজ্যের এই বড় বড় চোরের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একমাত্র প্রধানমন্ত্রী ভরসা বলে মন্তব্য করেন সত্যের সন্ধানে হিউম্যান রাইট ফাউন্ডেশনের জাতীয় কমিটির সদস্য প্রতাপ চুনারি (Pratap Chunari), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা নেই সেদিকে নজর নেই সরকারের।

প্রতিনিয়ত বিভিন্ন জেলার মিড ডে মিলে থাকছে টিকটিকি সাপ আরো অনেক কিছু বিষক্রিয়া হয়ে অসুস্থ হচ্ছে হাজার হাজার শিশু সেদিকেও নজর নেই সরকারের, তাই টুইটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে অত্যন্ত কঠোরভাবে পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়ার আবেদন রেখেছেন প্রতাপ চুনারি, তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে টুইটে লেখেন, পশ্চিমবঙ্গ রাজ্যের হাল বিজয় খারাপ, রাজ্যের মানুষ আজ বড় অসহায় হয়ে পড়েছে, রাজ্যের অলিতে গলিতে চলছে বড় বড় দুর্নীতি এবং সেই দুর্নীতি জড়িয়ে রয়েছে সরকারের একাংশ, তাই পশ্চিমবঙ্গের দিকে একটু কঠোরভাবে নজর দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করুন।

Pratap Chunari দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে এক্সট্রা নজর দেওয়ার আবেদন প্রতাপ চুনারির।

Mahanayak Uttam Kumar Station মহানায়ক উত্তমকুমার স্টেশনে চালু হল রোগ নির্ণয় কেন্দ্র।

ক্রেডিট কার্ড জালিয়াতি প্রতিরোধে কলকাতা পুলিশ, বাড়তি নজর দেওয়ার আবেদন প্রতাপ চুনারীর।

Uday umesh Lalit দেশের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন উদয় উমেশ ললিত।

MORE NEWS – গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আটক করল সিবিআই।

গরুপাচার মামলায় শেষমেশ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করল সিবিআই (Anubrata Mandal Arrested )।বৃহস্পতিবার সকালে অনুব্রতর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে অনুব্রতর বোলপুরের নীচুপট্টির বাড়ি। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছোয় সিবিআই। শুধু মেইন গেট নয়, দুদিক দিয়ে বাড়িতে ঢোকেন তাঁরা। অনুব্রতর বাড়িতে ঢুকেই দরজায় তালা লাগিয়ে দেন। এরপর বেশ কিছুক্ষণ অনুব্রতর বাড়িতে ছিলেন সিবিআই আধিকারিকরা। ঘণ্টা খানেক পর অনুব্রতকে নিয়ে বাড়ির বাইরে বের করে আনেন তদন্তকারীরা। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments