Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeখবরকালীগঞ্জে পৌর কালীমন্দিরে ১০ দিন ব্যাপি বিশ্ব শান্তি কল্যানে মহা নামযজ্ঞ অনুষ্ঠান।

কালীগঞ্জে পৌর কালীমন্দিরে ১০ দিন ব্যাপি বিশ্ব শান্তি কল্যানে মহা নামযজ্ঞ অনুষ্ঠান।

কালীগঞ্জে পৌর কালীমন্দিরে ১০ দিন ব্যাপি বিশ্ব শান্তি কল্যানে মহা নামযজ্ঞ অনুষ্ঠান।

বাংলাদেশের গাজীপুরের -কালীগঞ্জে, কালীগঞ্জ পৌর বাজার সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালীমন্দিরে ১০ দিন ব্যাপি একনাম সংকীর্তণ ও হরি মহানামযজ্ঞ অনুষ্ঠিত। বহু দূর-দূরান্ত থেকে পূর্ণ লাভের আশায় বহু সনাতন ধর্মাবলম্বী এখানে এসে মহা নাম সংকীর্তন শ্রবণ করেছেন। ভক্তিই ভল, নামই সম্বল। প্রায় আড়াইশ বছর আগে রাজা রাজেন্দ্র নারায়ণের হাতে নির্মিত এই প্রাচীন ঐতিহ্যবাহী কালীমন্দির । সেখান থেকেই কালীগঞ্জ নামের উৎপত্তি। প্রতিবছরই ১০ দিন ব্যাপি বা তারও বেশি এই কালীমন্দিরে মহা নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভগবান শ্রী কৃষ্ণের লীলা কীর্তন ও চলে। মহা প্রসাদ ভোগের ও সুযোগ রয়েছে। ভক্তদের জন্য থাকা ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা ও রয়েছে । বিশ্ব শান্তির মঙ্গল কামনায়,ও অশুভ শক্তি বিনাশ করার লক্ষ্যে এই মহা নাম যজ্ঞ প্রতি বছই হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments