Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeকলমে"হাসাহাসি" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“হাসাহাসি” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

— : হাসাহাসি : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

চুল দাড়ি বাড়াবাড়ি
ও পাড়ার ভজহরি।
সেলুনের খর্চা
বাঁচাবার চর্চা।
বেড়ে হল একগাড়ি।

বাঁচানো সে পয়সাতে
গাড়ি কেনে এক রাতে।
চুল দাড়ি ভর্তি
কোথা সে স্ফুর্তি ?
চুলই শুধু গাড়িটাতে !

বাহিরে ভজহরি
চুল নিয়ে চলে গাড়ি।
গাড়ি বেগে ধায়
ভজহরি হায়
পিছে ছুটে মুখ ভারি !

রেগে গিয়ে তখনই
মনে খেলে শয়তানি।
চুলগুলো কেটে
বারো ক্রোশ হেঁটে
বেচে টাকা নেয় গুনি।

চুলের টাকায় তেল কেনা
ভাড়া দেয় গাড়িখানা।
টাক মাথা বাবু
হয়না তো কাবু।
বৃথা এ আলোচনা ।

ভজহরি বাবু আজ
মোদেরও কি আছে লাজ ?
হাসাহাসি রোজ
নিয়ে চলি খোঁজ।
থেমে নেই আমাদের কাজ!

1 COMMENT

  1. P C News বাংলা কে ধন্যবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments