Saturday, May 18, 2024
spot_img
spot_img
HomeUncategorizedহাঁপানির কষ্ট থেকে মুক্তি মিলবে ধুতারার ফুল ও পাতায়!! জানাচ্ছে গবেষণা

হাঁপানির কষ্ট থেকে মুক্তি মিলবে ধুতারার ফুল ও পাতায়!! জানাচ্ছে গবেষণা

ধুতরা গাছ একটি অতি পরিচিত,গ্রাম বাংলার। অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম,ফুলের সৌন্দর্য এই গাছের।ফুল ধরে শাখা প্রশাখার অগ্রভাগে গাছের।সাদা ফুল,সাদা জাতের গেছে আর সাদা – বেগুনি মিশ্র রঙের ফুল কালো জাতের গাছ ফোটে।পাতা,গাছ,ফল সবুজ বর্ণের সবই।আশ্চর্যের বিষয় হলো সবথেকে,এর পাতা ও ফল কোনোটাই পশুপাখি খাই না।

তবে জানেন কি ,অনকে উপকারিতা এই গাছের পাতা ও ফুলের।জেনে নিন কি সেগুলো —–
১)কালো ধুতরার ফুল ও শুকনো পাতা বাসক পাতায় জড়িয়ে,সিগারেটের মতো টানলে কমবে হাঁপানির কষ্ট।

২) শ্বাস কষ্ট কমে যাবে,এই গাছের মূল,পাতা,ফুল ও ফল সেদ্ধ করে বুকে সেঁক নিলে।

৩) জীবাণু ঘটিত কারণে, চুল উঠে টাক পড়লে নতুন চুল গজাতে সাহায্য করে এর রস।একদিন অন্তর অন্তর মাথার দু পাশে এর রস ব্যবহারে।

৪)অনেক নারী এর স্তন ব্যাথা করে মাসিক প্রাক্কালে। ব্যাথা কমে যাবে,কাঁচা হলুদ ও ধুতরা পাতা বেঁটে স্তনে লাগালে।কমলে,ভালোকরে স্তন ধুয়ে নেবেন।

৫) সরষের তেলে ধুতরা পাতা দিয়ে ফুটিয়ে ,সেটি উষ্ণ থাকা অবস্থায় বাতের ব্যথার স্থানে লাগালে,ব্যথা মরে যাবে।

৬)বেশ উপকারী কমাতে,মাথা ব্যাথা এর পাতা।পাতাটিকে বেঁটে মাথায় কিছুক্ষন রাখলে মুহূর্তেই কমে যাবে মাথা ব্যাথা।

৭) কয়েক ফোঁটা ,ধুতরা পাতার রস কানে দিলেই কমে কানের ব্যাথা।

বিশেষ দ্রষ্টব্য:::: অত্যন্ত বিষাক্ত এই গাছ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর পাতা,ফুল,ফল সবই।কোনোটাই খাবেন না কিন্তু।শুধু বাহ্যিক ব্যবহারে,এই সব উপকরণ ব্যবহার অপরিসীম উপকৃত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments