Saturday, April 27, 2024
spot_img
spot_img
HomeUncategorizedবিশ্বের প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটার আনছে ভারতই, গাড়ি পকেটে নিয়ে ঘুরতে পারবেন

বিশ্বের প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটার আনছে ভারতই, গাড়ি পকেটে নিয়ে ঘুরতে পারবেন

পিসি নিউজ বাংলা : সম্প্রতি পেট্রোল-ডিজেলের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে তাতে ইলেকট্রিক স্কুটার ও বাইকের চাহিদা তুঙ্গে। গত কয়েক বছরে দেশে একাধিক স্টার্টআপ চালু হয়েছে, যারা ইলেকট্রিক স্কুটার ও বাইক প্রস্তুত করে। তেমনই একটি ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ হল ডিসপ্যাচ ভেহিকলস। বুধবার ডিসপ্যাচ ভেহিকলস ঘোষণা করেছে যে, শীঘ্রই তারা দেশের প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে। ২০২৩ আর্থিক বর্ষেই লঞ্চ করা হবে দেশের প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটারটি। সংস্থা জানিয়েছে যে, মডিউলার ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণভাবে দেশেই নির্মিত হতে চলেছে।

কেমন ব্যবস্থা থাকছে এই স্কুটারে?

ডিজ়াইনের দিক থেকে মডিউলার বডি ফ্রেম থাকছে স্কুটারে। এলইডি হেডল্যাম্পটি দেওয়া হচ্ছে ফ্রন্ট মাডগার্ডে এবং একটি বাইফারকেটেড এলইডি ডেটাইম রানিং লাইটও ইন্টিগ্রেট করা হচ্ছে। রাইডারের প্রয়োজনীয়তা অনুযায়ী, স্কুটারটির ফ্রন্ট স্ক্রল রিপ্লেস করা যেতে পারে। থাকছে একটি ছোট্ট মডিউলার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আবার পিলিয়ন সিটটাকে স্টোরেজ বক্সের জন্য ফ্ল্যাটবেডে পরিণত করা যেতে পারে। রাইডারের সিটের ঠিক নিচেই থাকছে ব্যাটারি রাখার ব্যবস্থা। দেশের প্রথম মডিউলার ইলেকট্রিক স্কুটারটিতে সোয়্যাপেবল ব্যাটারি থাকছে। মডিউলার স্কুটার যেমন সাধারণ মানুষও ব্যবহার করতে পারবেন, তেমন কমার্শিয়াল মোবিলিটি সেগমেন্ট অর্থাৎ ডেলিভারি বা অন্যান্য ব্যবসা সংক্রান্ত কাজেও ব্যবহার করা যাবে। তবে এই মডিউলার ইলেকট্রিক স্কুটারটি সরাসরি ডিসপ্যাচ তৈরি করবে না। বরং সংস্থাটি বৃহত্তম একটি কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

ডিসপ্যাচ ভেহিকলসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রজিত আরিয়া দাবি করেছেন, ডিসপ্যাচ ই-স্কুটারের মাধ্যমে তারা লাস্ট-মাইল মোবিলিটির ফ্লিট ডায়নামিক্স বদলাতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments