Saturday, May 4, 2024
spot_img
spot_img
Homeআবহাওয়ারবিবার থেকে বদলে যাচ্ছে আবহাওয়া!এই জেলাগুলিতে আসছে বৃষ্টি,যা হতে চলেছে

রবিবার থেকে বদলে যাচ্ছে আবহাওয়া!এই জেলাগুলিতে আসছে বৃষ্টি,যা হতে চলেছে

বাংলায় বৃষ্টি হতে চলেছে আজই, পূর্বাভাস অনুযায়ী।ভিজতে পারে বৃষ্টিতে আজ উত্তর এবং দক্ষিণ ,দুই বঙ্গই। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর,দক্ষিণ বঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪পরগনা তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।হতে পারে হুগলি,হাওড়া এবং কলকাতা সহ বৃষ্টি।অর্থাৎ এই জেলাগুলিও ভিজবে জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর,দক্ষিণবঙ্গের সমস্ত জেলা গুলি তেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে।তাপমাত্রার পারদ চড়বে ,শীতের পাশাপশি বিদায় ঘটিয়ে।হাওড়া অফিস,আদ্রতাজনিত অসস্তিও বাড়তে পারে বলে জানিয়েছে।কলকাতায় ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা আজ সকালে, সর্বনিম্ন।১ডিগ্রি নিচে, স্বাভাবিকের তুলনায়।মেঘাচ্ছন্ন আকাশ থাকবে রবিবার সকাল থেকেই জেলাগুলোর। উপকূলবর্তী জেলাগুলিতে ,দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।দু এক পশলা দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।সোমবার থেকে বদলাবে কিছুটা পরিস্থিতি ,রবিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হলেও।পরিষ্কার হবে আকাশ।শুরু হবে ফের শুষ্ক আবহাওয়া মঙ্গলবার থেকে।নতুন করে তাপমাত্রা,বৃষ্টি হলেও নামার সম্ভবনা নেই।কোচবিহার,আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি,দার্জিলিং জেলায় পূর্বাভাস ,অকাল বৃষ্টির আজ।উপকূলীয় জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা আগামীকাল ও, দক্ষিণবঙ্গের। আংশিক মেঘলা আকাশ কোথাও থাকবে রবিবারের বৃষ্টির পরেও।মাঝারি থেকে হালকা হতে পারে উপকূলের জেলায়।বিক্ষিপ্ত ভাবে সামান্য হালকা বৃষ্টি,বাকি জেলায়।হালকা বৃষ্টির সম্ভবনা,সকালের দিকে সোমবারে কয়েক জেলায়।পরিস্থিতি উন্নতি হবে বেলা বাড়লে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments