Friday, May 17, 2024
spot_img
spot_img
HomeUncategorizedহলুদ জলে স্নান করার উপকারিতা

হলুদ জলে স্নান করার উপকারিতা

হলুদ ভরপুর ঔষধি গুনে।খাওয়ার পাশাপাশি ,হলুদ ব্যবহৃত হয় ত্বক ও স্বাস্থ্য কে সুস্থ রাখতে।অনেকে ত্বকের যত্নের পণ্যেও ,হলুদ ব্যবহার করে ।আবার কেউ কেউ হলুদের ফেসপ্যাক বা পেস্ট ও লাগায়।অন্যদিকে,জলে হলুদ মিশিয়ে স্নান করলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয় এর দ্বারা।ত্বকের রঙ এর উন্নতি হয় এবং উজ্জ্বল হয় ত্বক।

এর উপকারিতা জেনে নিন —
ফর্সা করে ত্বককে ,হলুদ::ত্বকের যদি উন্নতি চান, তবে স্নানের সময় হলুদ মেশান জলে।এতে পাবেন উপকারিতা। হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি এর বৈশিষ্ট্য,ত্বককে উজ্জ্বল করে।

ত্বকের সারাই ক্ষত:: আমরা হলুদ লাগায় ক্ষত স্থানে।সেটি সেরে ওঠার জন্য। হলুদের কারকিউমিন প্রদাহ এবং অক্সিডেসন , ক্ষত সারাতে সাহায্য করে।

সোরিয়াসিস এ উপকারী::হলুদএর জল সোরিয়াসিস এর জন্যও উপকারী । অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি এর বৈশিষ্ট্য হলুদের, সোরিয়াসিস এর লক্ষ্মণ গুলোকে কমাতে সহজি করে।এছাড়াও,হলুদ উপকারী আরও অনেক সমস্যা দুর করতে ,এসবের পাশাপশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments