Friday, May 17, 2024
spot_img
spot_img
HomeUncategorizedপড়তে হবে না মাস্ক, নয়া প্রযুক্তির এই ফিলটারেই মিলবে দূষণ থেকে মুক্তি।দাবি...

পড়তে হবে না মাস্ক, নয়া প্রযুক্তির এই ফিলটারেই মিলবে দূষণ থেকে মুক্তি।দাবি সংস্থার

এই করোনা কালে বিভিন্ন ধরনের মাস্ক,সবার ওপরে আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকায় জায়গা পেয়েছে। বিশেষজ্ঞ দের মতে, উন্নতমানের মাস্কের করোনা এর ভাইরাস আটকাতে নয় ;প্রবল বায়ুদূষণ থেকে বাঁচতেও দরকার।কেউ কেউ তো আবার রাস্তায় বেরিয়ে পড়েন মাস্ক না পড়েই।কেউ বলেন,মাস্ক পরলে হাঁটতে ,কথা বলতে সমস্যা হয়।আবার কারোর দাবি,চশমা পরতে হয় অসুবিধা মাস্ক ব্যবহার করলে।বিজ্ঞানীরা,এই সমস্যার সমাধান করতেই,করছিলেন গবেষণা।একটি স্টার্ট আপ সংস্থা দিল্লী আইআইটি এর সাহায্য প্রাপ্ত ন্যানোক্লিন গ্লোবাল,এমন একটি প্রযুক্তি ;যেটি এন ৯৫ মাস্কের হবে সমতুল্য।যা আকারে অনেক ছোট হলেও, ন্যাজো ৯৫ যার নাম দেওয়া হয়েছে।সংস্থার দাবি,তাদের এই নয়া আবিষ্কার ,বিভিন্ন গবেষণাগারের দেশ বিদেশে পরীক্ষা করা হয়েছে।এটি বায়ুদূষণের প্রকোপ থেকেও বাঁচাবে, করোনা এর ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিহতের পাশাপাশি।এটি একটি ন্যাজাল ফিল্টার।যা নাকের দুটি ছিদ্র রাখবে কেবল। ন্যাজ ৯৫ ফিল্টারটি,বিভিন্ন মাপের বিভিন্ন লোকের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।আঠার মতো এই জিনিসটি নাকের ছিদ্রে, প্যাকেট খুলে চেপে বসিয়ে দিলেই আটকে যাবে।আমাদের নিজস্ব সংস্থার ওয়েবসাইট এর দাবি,এই প্রযুক্তি দূষিত ধূলিকণা বাতাসের,দেবে আটকে।এটি ব্যবহারে নজরে আসবেও না বেশি।কারণ এটি তৈরি সাদা রঙের ।তবে কেবল একবারই,ব্যবহার করা যাবে এই ন্যাজাল ফিলটারটি।একের বেশি নয়।এটি তৈরিতে, ন্যানোটকনোলোজি হয়েছে ব্যবহার।তাই কোনো সমস্যা হবে না শ্বাস কষ্টের,দাবি সংস্থার।আরো দাবি,পরিবেশ বান্ধবও ঘটে এই ফিল্টার টি।ধোঁয়াশার সমস্যা,একাধিক ভাবে ছড়িয়ে রয়েছে ভারতের বিভিন্ন শহরে।এই ফিল্টার টি পরলে অনেক কম হবে ক্ষতি,ধোঁয়াশা জনিত কোনো সমস্যা থেকে।যাদের অ্যালার্জি থাকে,ফুলের রেণু তে;;তাদেরও মিটবে সমস্যা এটি পরলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments