Friday, May 3, 2024
spot_img
spot_img
HomeUncategorizedআঁচিল না ত্বকের ক্যান্সার এর ইঙ্গিত?কিভাবে বুঝবেন

আঁচিল না ত্বকের ক্যান্সার এর ইঙ্গিত?কিভাবে বুঝবেন

ত্বকেরই ক্ষুদ্রাকার,বর্ধিত অংশ হলো আঁচিল। অ্যাক্রকর্ডন বলে,বিজ্ঞানের ভাষায় একে।আঁচিলের দৈর্ঘ্য হয় এক থেকে পাঁচ মিলিমিটার।অধিকাংশই ,এই উপবৃদ্ধি গুলি,ক্যান্সার এর লক্ষণ সাধারণত নয়।চিকিৎসক দের মতে,একটি হলেও আঁচিল দেখা দেয়। কোনও না কোনও সময়ে প্রায় ৫০ শতাংশ মানুষের জীবনে।

 

কেন হয় আঁচিল??

কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি।ত্বকের একেবারে বাইরের স্তরে হলে তৈরি হয় আঁচিল ।অনেক সময়,ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেয়ে এই ধরনের উপোবৃদ্ধি তৈরি হয় আঁচিল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে,সাধারণত বয়স বাড়ার সঙ্গে বৃদ্ধি পায়।আঁচিল ,ডায়াবেটিস এবং স্থূলতার ডেকে আনতে পারে।

শরীরের পক্ষে আঁচিল কি ক্ষতিকর ??
এই ধরনের উপোবৃদ্ধী সাধারণত খুব একটা ক্ষতিকর নয়, বিশেষজ্ঞ দের মতে।কিন্তু, অসস্তির কারণ হতে পারে দেহের গুরুত্বপূর্ন স্থানে হলে।তবে,কিছু কিছু রোগ আছে , অনেকটাই আঁচিলের মতো।যার উপসর্গ গুলি দেখতে হয়।বিশেষত,যদি আঁচিল উত্তরোত্তর বৃদ্ধি পায়,তাহলে তার লক্ষণ ক্যান্সার এর রোগ হতে পারে।সাধারণ মানুষ তা বুঝতে পারে না,সহজেই আঁচিল না ক্যান্সার।তাই,ডাক্তারের পরামর্শ নেওয়ায় ভালো ,ঝুঁকি না নিয়ে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments