Saturday, April 27, 2024
spot_img
spot_img
HomeখবরVice President Jagdeep Dhankhar উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন জগদীপ ধনখড়।

Vice President Jagdeep Dhankhar উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন জগদীপ ধনখড়।

পিসি নিউজ বাংলা:- উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় (Vice President Jagdeep Dhankhar)। দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হিসাবে হিন্দিতে শপথ নিলেন তিনি। এদিন রাষ্ট্রপতিভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে প্রথামাফিক হাজির ছিলেন বিদায়ী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। এছাড়াও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা। অনুষ্ঠানের আমন্ত্রণ গিয়েছিল তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের কাছে। কিন্তু তাঁরা দু’জনেই ছিলেন গরহাজির। আইনজীবী হিসেবে ধনখড়ের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিজেপির হয়ে বিধায়ক-সাংসদ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রসঙ্গত, ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন এনডিএ প্রার্থী ধনখড়। বাংলার প্রাক্তন রাজ্যপাল পান ৫২৮ টি ভোট।

আলভার ভোট ১৮২টি। লোকসভা এবং রাজ্যসভার ৩৪ জন তৃণমূল সাংসদ ভোটদানে বিরত ছিলেন। উপরাষ্ট্রপতির পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন ধনখড়। আগামী দিনে সুষ্ঠু ভাবে সংসদের উচ্চকক্ষের কাজ পরিচালনা করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এদিকে নীতীশ কুমারের জেডিইউ বিজেপির সঙ্গ ছাড়ার পরে রাজ্যসভায় এনডিএ-র সাংসদ সংখ্যা কমে এসেছে। প্রায় বিরোধী সাংসদদের সম্মিলিত সংখ্যার কাছাকাছি। ‘আপত্তির’ বিল পাশ করানোর বিরোধিতা ছাড়াও বিভিন্ন বিষয়ে রাজ্যসভা অচল করতে হলে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা এখন আগের চেয়ে বেশি শক্তি নিয়ে অধিবেশন কক্ষে নামতে পারবে।

Vice President Jagdeep Dhankhar উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন জগদীপ ধনখড়।

Pratap Chunari দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে এক্সট্রা নজর দেওয়ার আবেদন প্রতাপ চুনারির।

MORE NEWS – সরিষা আশ্রম মোড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন, রাখি পরিয়ে মিষ্টিমুখ করালো তৃনমূল কংগ্রেস।

আজ পবিত্র রাখি বন্ধন উৎসব (Rakhi Bandhan) গোটা দেশজুড়ে এই উৎসবে মেতে উঠেছেন সকল মানুষ। সকলেই একে অপরের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে পালন করছেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। এই উৎসবের মধ্য দিয়ে সকল ধর্মের মধ্যে একত্রিত সম্পর্ক আরো সুদৃঢ় হয়। এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ডা:হা:বিধায়ক পান্নালাল হালদার,ডা:হা:২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments