Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeখেলাকরোনায় আক্রান্ত রবিচন্দন অশ্বিন

করোনায় আক্রান্ত রবিচন্দন অশ্বিন

পিসি নিউজ বাংলা : করোনা ছোঁবল বসাল ভারতের সিনিয়র অব স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শরীরে। অশ্বিন বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই। পিটিআই-রিপোর্টে বলা হয়েছে, এই কারণেই জো রুটদের সঙ্গে পঞ্চম টেস্ট খেলতে সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডে যেতে পারলেন না তিনি। তাঁকে দেশেই থাকতে হচ্ছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক পদস্থকর্তা জানিয়েছেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ায় রবিচন্দ্রন অশ্বিনের তড়িঘড়ি করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসতেই দেখা যায়, করোনা আক্রান্ত অশ্বিন। দলের সঙ্গে যেতে পারেননি। তবে আমাদের আশা, ১ জুলাই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই অশ্বিন সুস্থ হয়ে উঠবেন।‘
জানা গিয়েছে, বর্তমানে দলের বাকি সদস্যরা ইতিমধ্যেই লেস্টারে রয়েছেন। বোলিং কোচ মামব্রে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করেছেন। রাহুল দ্রাবিড়, ঋষভ পন্ত ও শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে লন্ডনে পৌঁছেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি –টোয়েন্ট ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্ণণ। একটি ম্যাচ ২৬ জুন, দ্বিতীয় ম্যাচ ২৮ জুন।
গত বছর করোনার জন্য ইংল‌্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অর্ধসমাপ্ত অবস্থায় স্থগিত রাখতে হয়। সেসময় সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। অবশ্য সেই ইংল‌্যান্ড আর এই ইংল‌্যান্ড এক নয়। কারণ, ব্রেন্ডন ম‌্যাকালাম ইংল‌্যান্ডের টেস্ট টিমের দায়িত্ব নেওয়ার পর চেহারাটা পাল্টে গিয়েছে টিমের। আর তাই ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় দেশ ছাড়ার আগে বলেন, “এই মুহূর্তে বেশ ভাল খেলছে ইংল্যান্ড। গত বছর ওরা ব্যাকফুটে ছিল। কিন্তু এখন তা নয়।” সেই দিকে লক্ষ্য রেখেই সিরিজেই বিশ্বকাপের পনেরো-কুড়ি জন বেছে ফেলতে চান দ্রাবিড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments