Thursday, May 2, 2024
spot_img
spot_img
HomeUncategorizedহোলির আগেই আপনার ত্বকের জেল্লা বাড়াতে ,বাড়িতেই তৈরী করে ফেলুন এই...

হোলির আগেই আপনার ত্বকের জেল্লা বাড়াতে ,বাড়িতেই তৈরী করে ফেলুন এই কয়েকটি ভেষজ ফেস মাস্ক

কেউ করে দেখাতে পারে না ,যে হোলির দিনে তার মুখে রং লাগবে না।আর সেই প্রস্তুতি তাই ,সবসময় আগে থেকেই রাখা উচিত ।এখন থেকেই,তাই মুখের ত্বক এর যত্ন নেওয়া শুরু করে দিন।এর জন্য যে,প্রচুর খাটতে হবে আপনাকে তা নয় কিন্তু,একদমই।এমনকি,লাইন দিতে হবে না ,পার্লারে তেও।

 

আজ এমনিই কিছু ফেস মাস্কের কথা বলবো।যা হবে ভেষজ।বাড়িতে বসেই পারবেন যেটি বানিয়ে ফেলতে।
জেনে নিন বিস্তারিত ,কিভাবে বানাবেন ভেষজ ফেস মাস্ক?

 

শসা ও লেবু:: লেবু ,ভিটামিন সি তে ভরপুর।যা খুবই কার্যকরী ট্যানিং দূর করতে।অন্যদিকে ,ত্বক মেরামত করে শসা।একটি পাত্রে শশা কে গ্রেট করে নিন সাথে লেবুর রস কয়েক ফোটা।মিশ্রণ টি ভালো করে মিশিয়ে,মুখে লাগান।কিছুক্ষন পর ধুয়ে ফেলবেন।সপ্তাহে তিনবার এই হার্বাল পেস্ট গরমে ব্যবহার করুন।

 

মধু এবং পেঁপে::এই দুটি উপাদানেই বৈশিষ্ট্য রয়েছে,স্বাস্থকর ও উজ্জ্বল রাখতে ত্বক কে।এই ভেষজ পেস্ট তৈরী করতে ,সামান্য পাকা পেঁপে একটি পাত্রে চটকে এবং তাতে দিন এক চামচ মধু।এটি পনেরো মিনিট রাখুন,মুখে লাগিয়ে।তারপর ধুয়ে ফেলুন সাধারণ জলে।মুখের ট্যানিং দূর হবে এতে।ব্যবহার করুন সপ্তাহে দুবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments