Friday, May 3, 2024
spot_img
spot_img
HomeUncategorizedমশ্চারাইজার লাগানোর ভালো সময়

মশ্চারাইজার লাগানোর ভালো সময়

সারা শরীরে মশ্চারাইজার বা বডি লোশন ঘুমাতে যাবার আগে লাগানো, যথেষ্ট উপকারী।বিশেষ করে শীতকালে, মশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ফিরিয়ে দেয়,রাতে ঘুমাতে যাবার আগে মাখলে। কারণ তখন নানা শরীর বৃত্তিয় কাজ চলতে থাকে ।

 

স্নান করার পর ::অনেকেই আমরা শীতকালে,ভীষণ গড়িমসি করি স্নান করতে।অনেকে তো আবার স্নান করতেই চান না কিছু দিন অথচ আমাদের ত্বক বেজা অবস্থায়,সবচেয়ে বেশি আদ্র থাকে।ফলে,নিয়মিত স্নান করা জরুরি এবং তারপর মশ্চারাইজার মাখা দরকার খুবই ।

 

শরীরের অবাঞ্ছিত লোম তোলার পর ::সেভিং এবং ওয়াকিং এর সাহায্যে ,আমরা অবাঞ্ছিত লোম নির্মূল করতে সাহায্য করে।কিন্তু এতে,,ত্বকের উপরিস্তর এর আদ্রতা যায় কমে।তাই,সেভিং এর পর রাসায়নিক মুক্ত কোনও বডি লোশন এবং মশ্চারাইজার মাখতে পরামর্শ দেন ডাক্তার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments