Friday, May 3, 2024
spot_img
spot_img
Homeদেশছবি তুলে দিলেই কড়কড়ে ৫০০ টাকা! নতুন ট্র্যাফিক আইনে আসছে বদল

ছবি তুলে দিলেই কড়কড়ে ৫০০ টাকা! নতুন ট্র্যাফিক আইনে আসছে বদল

পিসি নিউজ বাংলা : ট্রাফিক আইন না মানলে এতদিন পেতে হত কড়া শাস্তি। জরিমানাও দিতে হত। কিন্ত এই আইন মানলে ক’জন পুরস্কার পেতেন? আদৌও কি পুরস্কারের ব্যবস্থা ছিল? তবে এবার ট্র্যাফিক আইন মানলে ‘পুরস্কার’ও পেতে পারেন। তাও আবার কড়কড়ে ৫০০ টাকা। নতুন ট্র্যাফিক আইন আনতে চলেছে কেন্দ্র। সম্প্রতি এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী।

জানা গিয়েছে, ভুল জায়গায় গাড়ি রাখার ছবি তুলে ট্র্যাফিক পুলিশকে দিলে ওই ব্যক্তিকে ৫০০ টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে। এমনই পরিকল্পনা করেছে পরিবহণ মন্ত্রক। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন গডকড়ী।
তিনি স্পষ্ট জানিয়েছেন, বেআইনিভাবে গাড়ি রাখলে ১০০ টাকা জরিমানা করা হয়। আর সেই ভুল ‘পার্কিং’-এর ছবি তুলে ট্র্যাফিক পুলিশকে দিলে ওই ব্যক্তিকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

গডকড়ী এও বলেন, ‘‘আমি যেখানে থাকি, সেই নাগপুরের আবাসনে মাত্র ১২টি গাড়ি রাখার জায়গা রয়েছে। কিন্তু আমি নিজে কখনও রাস্তা আটকে গাড়ি রাখি না।’’
তবে মন্ত্রীর এই ঘোষণা আইনত পাশ হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments