Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখেলাজাতীয় স্তরে রূপো. জয় জয় কার বাংলা তথা বাঁকুড়া জেলার

জাতীয় স্তরে রূপো. জয় জয় কার বাংলা তথা বাঁকুড়া জেলার

NATIONAL KARATE CHAMPIONSHIP 2022
স্থান অধিকার করলো বাংলার তথা বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার ৩ জনের একটি টিম। ৪ ও ৫ ই জুন ওয়াল্ড সোতোকান ক্যারাটে একাডেমি অব ইন্ডিয়ার আন্ডারে এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি স্পোর্টস ক্যারাটে একাডেমি তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি তে ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশীপ 2022 অনুষ্ঠিত হয় | তাতে সিনিয়র ও জুনিয়ার ক্যাটাগরিতে দুটি ইভেন্টেই পদক জয়ী হয় পশ্চিমবঙ্গ, বাঁকুড়া জেলার খাতড়া ইউথ ক্যারাটে একাডেমির তিন প্লেয়ার
১. রাজেশ সিং (সিনিয়র ক্যাটগরি)
কাতা – ব্রোঞ্জ
কুমিতে – সিলভার ( বাম ছবি)
২. শেখ রায়ান আলি (জুনিয়র ক্যাটাগরি)
কাতা – সিলভার
কুমিতে – সিলভার ( মধ্য ছবি)
৩. বাস্তব করমোদক ( সিনিয়র ক্যাটাগরি)
কাতা – ব্রোঞ্জ (ডান ছবি)

জয়লাভ করে বাংলা কে জাতীয় স্তর ক্যারাটে টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করে। কোনো খেলাতেই পিছিয়ে নেই বাঁকুড়া। তারা আরও জনিয়েছেন যে তারা পরেরে বছর বোম্বে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়ে নিয়ে দেশ কে রিপ্রেজেন্ট করে নিজের দেশের নাম উজ্জ্বল করবে.। জয় বাংলা জয় বাঁকুড়া জয় ভারত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments