Sunday, April 28, 2024
spot_img
spot_img
Homeদেশএলআইসি-র ‘সরল পেনশন প্রকল্প’: প্রতি মাসে পাবেন ১২,০০০ টাকা

এলআইসি-র ‘সরল পেনশন প্রকল্প’: প্রতি মাসে পাবেন ১২,০০০ টাকা

পিসি নিউজ বাংলা : গ্রাহকদের কথা ভেবে মাঝেমধ্যেই অভিনব স্কিম নিয়ে হাজির হয় জীবন বীমা কর্পোরেশনের (LIC)।
এলআইসি-র এমনই একটি প্রকল্প হল- সরল পেনশন যোজনা। কোনও ব্যক্তি একবার প্রিমিয়াম পরিশোধ করলে বছরে সর্বনিম্ন ১২০০০ টাকা পেনশন পেতে পারেন। এই স্কিমে মাসিক পেনশনের সুবিধা নিতে হলে প্রতি মাসে কমপক্ষে ১,০০০ টাকা করে জমা করতে হবে। ত্রৈমাসিক পেনশনের জন্য এক মাসে কমপক্ষে ৩,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে।

জেনে নেন এলআইসি-র ‘সরল পেনশন প্রকল্প’-এর বিষয়ে-
২০২১ সালের ১ জুলাই থেকে চালু হয়েছে এই স্কিম। একক প্রিমিয়াম, তাৎক্ষণিক, বার্ষিক স্কিম- তিনটি অপশনে এটি করা যাবে।

এই স্কিমের বিশেষত্ব :
এই প্ল্যানে দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বামী/ স্ত্রীর নাম রাখা যেতে পারে। এই প্ল্যান কেনার ছয় মাস পর ঋণের সুবিধাও পাওয়া যাবে। এই প্রকল্প’-এর সুবিধা নিতে হলে প্রতি মাসে কমপক্ষে ১,০০০ টাকা করে জমা করতে হবে। আর ত্রৈমাসিক পেনশনের জন্য এক মাসে কমপক্ষে ৩,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে।

কত টাকা পেনশন পাবেন পলিসিধারী? বিনিয়োগ করতে হবে কত টাকা?

এলআইসি-র সরল পেনশন প্ল্যান পলিসিধারী ১২,০০০ টাকা মাসিক পেনশন পাবেন। তবে এর জন্য দুটি অপশন রয়েছে।
তার মধ্যে একটি বেছে নিতে হবে। প্রথম অপশনটি হল, আজীবন পেনশন। মৃত্যুর ক্ষেত্রে বিমাকারীর নমিনিকে ১০০% দেওয়া হবে। দ্বিতীয় অপশনে, আজীবন পেনশন পাবেন। পলিসিধারকের মৃত্যুর পরে স্বামী/স্ত্রী আজীবন পেনশন পাবেন। সর্বাধিক ক্রয় মূল্যের কোনও ঊর্ধ্বসীমা নেই। ৪০ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত কোনও ব্যক্তি এই পলিসি কিনতে পারবেন। এলআইসি ক্যালকুলেটর অনুযায়ী, ৪২ বছর বয়সী একজন ব্যক্তি যদি ৩০ লক্ষ টাকার স্কিম কেনেন তাহলে প্রতি মাসে তিনি পাবেন ১২,৩৮৮ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments