Sunday, May 12, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গসোশ্যাল মিডিয়ার দাপটে নববর্ষে কমেছে বাংলা ক্যালেন্ডারের কদর

সোশ্যাল মিডিয়ার দাপটে নববর্ষে কমেছে বাংলা ক্যালেন্ডারের কদর

পিসি নিউজ বাংলা : নববর্ষ মানেই মিষ্টির প্যাকেটের সঙ্গে হাতে একটি সুন্দর ক্যালেন্ডার। নববর্ষে বাঙালিদের ঘরে ঘরে চোখে পরে নানা ডিজাইনের ক্যালেন্ডার। যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। কিন্তু সকলের চেনা এই ছবি বর্তমানে কার্যত সে সব অতীত। আজকাল ঘরে ঘরে ঝুলতে দেখা যায় না ক্যালেন্ডার। কারণ এখন বাজার দখল করে ফেলেছে সোশ্যাল মিডিয়া। বাংলা ক্যালেন্ডার হোক বা ইংরেজি ক্যালেন্ডার, সবই ফোনে পেয়ে যান সাধারণ মানুষ। ফলে ধীরে ধীরে রাজত্ব কমেছে ক্যালেন্ডারের। এখন নববর্ষে অনেক দোকান থেকে মিষ্টির প্যাকেট এর সঙ্গে দেওয়া হয় অন্য কোনো গিফট। চাপা পড়ে গিয়েছে বাংলা ক্যালেন্ডার। মডান সাজে সজ্জিত বাড়ির দেয়ালেও এখন স্থান হয় না ক্যালেন্ডারের।

ক্যালেন্ডারের দোকানের পাশ দিয়ে হাঁটলেই কানে আসে খট, খট, ঘটাং শব্দ। এই শব্দের উৎস কাঠের ও সীসার ব্লকে চলা প্রিন্টিং প্রেস। একসময় এই প্রেসগুলোতেই অতীত কাল থেকে ছেপে বেরতো বাংলা নববর্ষের ক্যালেন্ডার। বাঙালির কাছে বাংলা নববর্ষ মানেই নতুন জামা কাপড় পরে হালখাতা করতে দোকানে যাওয়া। দোকানে দোকানে ক্রেতাদের মিষ্টির প্যাকেট আর বাংলা ক্যালেন্ডার বিলি। সবকিছু মিলিয়ে নতুনের ভরপুর গন্ধ। এইবার অবশ্য ক্যালেন্ডারের চাহিদা কম। এদিকে রাত পোহালেই পয়লা বৈশাখ। অথচ প্রেসগুলিতে বাংলা ক্যালেন্ডার তৈরির তেমন বরাতই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments