Sunday, April 28, 2024
spot_img
spot_img
Homeরাজনীতিঅনুব্রতর অণ্ডকোষে পুঁজ! আপাতত থাকতে হবে হাসপাতালে

অনুব্রতর অণ্ডকোষে পুঁজ! আপাতত থাকতে হবে হাসপাতালে

পিসি নিউজ বাংলা : এখনও পর্যন্ত সুস্থ নন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আরও জটিল হচ্ছে তাঁর শারীরিক সমস্যা। অন্তত এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। তার দুই অণ্ডকোষের অবস্থাই খারাপ। সেখানে পুঁজ জমেছে। মঙ্গলবার ফের অনুব্রতকে দেখে এমনটাই জানিয়েছে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি।


সূত্রের খবর, অনুব্রত মণ্ডলে ফুসফুসের পরীক্ষার রিপোর্টও খুব একটা ভাল আসেনি। ফুসফুসে এখনও জল জমে রয়েছে। এমনকী, ৬ মিনিটস ওয়াক টেস্টেও ৭২ মিটারের বেশি হাঁটাচলা করলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে। তাঁকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তাঁকে এখনও হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।


গরু পাচার কাণ্ডে আগেই অনুব্রত মণ্ডলক তলব করেছে সিবিআই। এরপরই অসুস্থ হয়ে এসএসকেএম হাতপাতালে ভর্তি হন তিনি। এদিকে, মঙ্গলবারই নানুরে অনুব্রতর আরোগ্য কামনায় শাল-চন্দন কাঠে চলে যজ্ঞ। যজ্ঞে দেওয়া হয় ১০ কেজি বেল কাঠ, ৫ কেজি শাল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ৫ কেজি ঘি ও ১০৮ টি বেল পাতা। দিয়ে যজ্ঞ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কিং খান, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments