Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeআবহাওয়াধেয়ে আসছে ‘বিপর্যয়, তেজ হামুন ? চলতি মাসেই তাণ্ডব চালাবে তিনটি সাইক্লোন!

ধেয়ে আসছে ‘বিপর্যয়, তেজ হামুন ? চলতি মাসেই তাণ্ডব চালাবে তিনটি সাইক্লোন!

ধেয়ে আসছে ‘বিপর্যয়’-‘তেজ’, ‘হামুন’? চলতি মাসেই তাণ্ডব চালাবে তিনটি সাইক্লোন!

আসছে ঘূর্ণিঝড় তেজ ও বিপর্যয়, আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগর নাকি আরব সাগর, কোন ঘূর্ণিঝড় আগে পরিণত হবে, তা এখনও স্পষ্ট নয়। যে ঘূর্ণিঝড় আগে হবে তার নামই হবে বিপর্যয়।
মৌসম ভবন সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে এই তথ্যের প্রেক্ষিতে নির্দিষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি। বিশ্বের আবহাওয়া মডেল অনুযায়ী, ৮ থেকে ১০ তারিখের মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮-৯ জুনের মধ্যে নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর নাম হতে পারে ‘বিপর্যয়’, যা নামকরণ করেছে বাংলাদেশ। তবে তা কোন অভিমুখে যাবে এবং কোন কোন এলাকার উপর প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, জুনের দ্বিতীয় সপ্তাহে অপর একটি সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে আরব সাগরে। ৫ থেকে ৭ জুনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। কেরালা উপকূলবর্তী এলাকায় তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে, জানা যাচ্ছে এমনটাই। এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘তেজ’।
এই নাম দিয়েছে ভারত। উল্লেখ্য, ৪ জুন কেরালাতে মৌসুমী বায়ু প্রবেশের পূর্বাভাস রয়েছে। তেজের অভিমুখ ভারতও হতে পারে আবার তা পাকিস্তান উপকূলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এখনও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ স্পষ্ট নয়।
ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে সাম্প্রতিক আরও একটি সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে৷ তৃতীয় যে সাইক্লোনটি তৈরি হবে তা ইরানের দেওয়া নাম হামুন৷
মধ্য আরব সাগরে যেটা তৈরি হচ্ছে তার ১০০ কিমি প্রতি ঘণ্টা অবধি হতে পারে এখন সম্ভবনা তৈরি হচ্ছে৷ মুম্বইয়ের কাছাকাছি যেটা তৈরি হবে পরবর্তী পর্যায়ে গুজরাতের দিকে যেতে পারে সেটার গতি ১০০ কিমি প্রতি ঘণ্টার চেয়েও বেশি শক্তিশালী হওয়ার সম্ভবনা রয়েছে৷ বঙ্গোপসাগরের বুকে ৮ তারিখ রাত থেকে সাইক্লোনে পরিণত হতে শুরু করার সম্ভাবনা প্রবল সেই ঝড় এই মুহূর্তে রয়েছে মায়নমার ও বাংলাদেশের উপকূলে৷ তবে প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী এই সাইক্লোনের গতিবেগ ১০০ কিমি থেকে কম হবে৷ ৭৫ কিমি প্রতি ঘণ্টা অবধি সর্বোচ্চ গতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments