Sunday, April 28, 2024
spot_img
spot_img
Homeফিল্ম জগৎমুক্তি পেল কমলেশ্বর-ঋত্বিক জুটির 'দ্য হাঙ্গার আর্টিস্ট'

মুক্তি পেল কমলেশ্বর-ঋত্বিক জুটির ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’

পিসি নিউজ বাংলা : সদ্য মুক্তি পেল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত স্বল্প দৈর্ঘ্যর ছবি ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’। ছবিটির মূল বিষয়, শিল্পের জন্য এক শিল্পীর সংগ্রাম। দিনের পর দিন না খেয়ে দরিদ্র, অসহায় মানুষের জন্য সংগ্রাম করেন শিল্পী।

আঠারোর দশকে আমেরিকা ও ইউরোপে এমন বহু শিল্পী ছিলেন, যাঁরা সমাজব্যবস্থার বিরুদ্ধে, শিল্পের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতেন অভিনয়ের হাত ধরে। ১৯২২ সালে চেকোস্লোভাকার লেখক, ফ্রানজ কাফকার ছোট গল্প ‘এ হাঙ্গার আর্টিস্ট’ ছোট গল্পে এমন এক শিল্পীর শিল্প সংগ্রামের কাহিনি উঠে আসে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সম্প্রতি আয়োজন করা হয় ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের। যেখানে হাজির ছিলেন কলাকুশলীরা।

সোমবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’। প্রীতম চৌধুরীর উপস্থাপনায় ফ্যাটফিশ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেয়েছে এই ছবি। যেখানে ঋত্বিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ও প্রিয়াঙ্কা মণ্ডল। পরিচালনার সঙ্গে ছবির চিত্রনাট্য লিখেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মনোজ মিশ্র। শিল্প নির্দেশনা দিয়েছেন আশীষ মণ্ডল এবং সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়। ইউটিউবে মুক্তির আগেই যদিও একাধিক জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি।

কাফকার ছোট গল্প অনুসারে ছবিতে ভুটো নামের এক শিল্পীর সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক শিল্পী সমাজব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন। সিরিয়া, ফ্রান্স, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়ার মতো দেশগুলিতে সহিংসতার আন্তর্জাতিক ঘটনার প্রতিবাদে নিয়মিত ‘ভুক হরতাল’ অর্থাৎ অনশনে বসে সে। খিদের জ্বালা সহ্য করে সে অনশন আন্দোলনে বসে। ভুটোর বন্ধু ঘনা এই খিদে সহ্য করার বিষয়টি নিয়েই অভিনয় করার পরামর্শ দেয়। বন্ধুর পরামর্শেই যাদুঘরে ‘হাঙ্গার আর্টিস্ট’ শো শুরু করে ভুটো। শিল্পীর অগণিত দিন খিদে সহ্য করার কাহিনী শুনেই শো দেখতে ভিড় জমান অসংখ্য দর্শক। এর ফলে ঘনা, ভুটো প্রচুর অর্থ উপার্জন করেন। কিন্তু একসময় শোয়ের প্রতি আগ্রহ চলে যায় দর্শকদের। আস্তে আস্তে আলোর থেকে অন্ধকারের দিকে চলে যায় ভুটো। এর মাঝেই শিল্পীর প্রেমে পড়েছিল এক সাংবাদিক। ছবিতে ভুটোর চরিত্রে ঋত্বিক, ঘনার চরিত্রে বিশ্বনাথ এবং সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। খাবার ছাড়া বাঁচতে পারলেও, লাইমলাইট ছাড়া কীভাবে বাঁচবে ভুটো? তা জানা যাবে ছবিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments