Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeবিদেশপদ্মা থেকে উঠল ১৮ কেজি ওজনের দৈত্যাকার কাতলা, কত দাম উঠল?

পদ্মা থেকে উঠল ১৮ কেজি ওজনের দৈত্যাকার কাতলা, কত দাম উঠল?

পিসি নিউজ বাংল : কাতলা মাছ একটু পাকা হলে তবেই তা খেতে মজা। কিন্তু তাই বলে ১৮.২ কেজি ওজনের কাতলা? হ্যাঁ, এমনই এক দৈত্যাকার কাতলার রেকর্ড রয়েছে বাংলাদেশে। মৎস্যজীবীরা জানিয়েছেন, পদ্মা নদী থেকে ধরা এখনও পর্যন্ত সবচেয়ে বড়ো কাতলা এটি।

তবে, খুব সম্প্রতি নয়, গত বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পদ্মা নদীর রাজবাড়ির গোয়ালন্দ থেকে এই কাতলাটি ধরা পড়ে। যা দেখে রীতিমত অবাক হয়ে যান মৎস্যজীবীরা। গুরুদেৱ হালদার নামে এক মৎস্যজীবী এই মাছটি ধরেন।

দাম কত উঠল?

জানা গিয়েছে, অতিকার মাছটি নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলাম করতে নিয়ে আসেন মৎস্যজীবীরা। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ চাঁন্দু মোল্লা সেই মাছটি কেনেন। মাছটি ১,৪০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। অর্থাৎ মোট ২৫ হাজার ৪৮০ টাকায়(বাংলাদেশি মুদ্রা) বিক্রি হয় বিশাল ওজনের কাতলা মাছটি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৫৯৭ টাকা।

মৎস্য ব্যবসায়ীদের মতে, গরম বাড়ছে। বৃষ্টি কম। ফলে নদীর জল অনেকটা কমে গিয়েছে। সেই কারণে বড়ো রুই, কাতলা, বোয়ালের মতো মাছ বেশি ধরা পড়ছে। বিশেষত মানিকগঞ্জ ও পাবনা জেলায় এমন বড় মাছ প্রায়শই ধরা পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments