Monday, May 13, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গডিভিসি এর ছাড়া জলে ভাসল রাজ্যের একাধিক এলাকা।

ডিভিসি এর ছাড়া জলে ভাসল রাজ্যের একাধিক এলাকা।

এক লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত রাজ্যের একাধিক জেলা। দুর্গতদের উদ্ধারে নামল সেনা। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণেই ছাড়তে হয়েছে জল। দাবি ডিভিসির।

দীর্ঘদিন ড্রেজিং হয় না। ম্যান মেড ফ্লাড, না বলে জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যকে জানিয়েই ছাড়া হয়েছে জল। পাল্টা ডিভিসি। আগে চিঠি দিয়েছে ডিভিসি, প্রমাণ আছে, দাবি সুকান্তর।

জল বাড়ায় কাটোয়ায় বন্ধ ফেরিঘাট। মঙ্গলকোটে অজয় নদের বাঁধ ভেঙে জলমগ্ন গ্রাম। আরামবাগে জলের নিচে রাস্তা। প্লাবিত নানুর। দুবরাজপুরে নদী বাঁধে ভাঙন। ময়ূরাক্ষীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর।

প্লাবিত রাজ্যের একাধিক জেলা। আজ দুর্গত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় যাচ্ছেন সুব্রত, পূর্ব বর্ধমানে অরূপ, হুগলিতে ফিরহাদ-বেচারাম, মেদিনীপুরে থাকবেন মানস ভুঁইয়া।

আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির পূর্বাভাস। আশঙ্কা বাড়িয়ে দেশের নিরিখে এবার বর্ষা বিদায়ও বিলম্বে। পুজোয় কাঁটা হবে না তো বৃষ্টি? আশঙ্কায় রাজ্যবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments