Sunday, May 12, 2024
spot_img
spot_img
Homeরাজ্যছাত্র সংঘর্ষে উত্তাল টেকনো ইন্ডিয়া কলেজ ক্যাম্পাস চত্বর

ছাত্র সংঘর্ষে উত্তাল টেকনো ইন্ডিয়া কলেজ ক্যাম্পাস চত্বর

পিসি নিউজ বাংলা : প্রথমে বচসা থেকে হাতাহাতি। এর পরই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাস। অভিযোগ, অনুষ্ঠানের নাম করে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের র‍্যাগিং করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার বিশাল পুলিশবাহিনী। ঠিক কী থেকে এই ঘটনার সূত্রপাত তা খতিয়ে দেখছে তারা। তবে ছাত্র-ছাত্রীদের একটি সূত্রের অভিযোগ, অনুষ্ঠানের নাম করে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের র‍্যাগিং করা হয়। কিন্তু ছাত্রছাত্রীদের অন্য একটি সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরেই কলেজে ক্যাম্পাসিং হয় না। এর প্রতিবাদে চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের একটি অংশ কলেজে ক্লাস বয়কটের ডাক দেয়। এর প্রতিবাদ করে দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়া। সেই সময় তাদের ওপর চতুর্থ বর্ষের জনা কয়েক ছাত্র হামলা চালায় বলে অভিযোগ।

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া প্রকল্পগুলির মধ্যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অন্যতম। ২০১২ সালে রাজ্য আইনসভা আইনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ টেকনো ইন্ডিয়া গ্রুপের তত্ত্বাবধানে এটি তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গে তার অবিরাম প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে ছাত্র সম্প্রদায় এবং তাদের পিতামাতার অমূল্য আস্থা অর্জন করেছে। আর তাই একের পর এক খেতাব অর্জন করেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। ইতিহাস এই সত্যের সাক্ষি রাখে যে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তির বিশ্বে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সামগ্রিক সাজসজ্জা এবং বিকাশের উপর জোর দেওয়ার কারণে তার প্রাপ্য সম্মান এবং স্বীকৃতি অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments