Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeকলমে"ছয়টা ছড়াক্কা" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“ছয়টা ছড়াক্কা” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

ছয়টি ছড়াক্কা
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

(১)
— : সবুজ গাছ : —

সবুজ গাছ অবুঝ ভারি , বেআক্কেলে
সব প্রাণিদের সেবায়
কতই কী না জোগায়।
পায় শুধু অত্যাচার
বিনিময়ে বার বার।
দু-পেয়োদের হুশ হবে আর কোন কালে ?

(২)
— : নদীর কথা : —

নদীর কথা বলব কী আর ভাই রে ?
জলঙ্গি তার নাম
তার পাশে মোর গ্রাম।
বলছি কথা শোন
নদীই তো জীবন।
দুই পাড়ে হয় বসতভূমি তাই রে।

(৩)
— : মেঘলা আকাশ : —

মেঘলা আকাশ মনভোলানো দৃশ্য –
সাদা বকের সারি
কৃষকের ঘর বাড়ি
বিলের সবুজ পানা
না দেখাই তো মানা !
গ্রামের মাঠে ফলে নানা শস্য।

(৪)
— : বৃষ্টি : —

বৃষ্টি নিয়ে কবিদের কতই কল্পনা
সুখিদের আলসেমী
খিচুরীর সুখ দামি,
কৃষকের ছটফটি
অভাবীর দিন মাটি।
তাই বলে ব্যাপারটা বানানো গল্প না।

(৫)
— : অদৃশ্য জীবাণু : —

অদৃশ্য জীবাণু ঢুকে গেছে শরীরে।
মাথা ভারি জ্বর জ্বর
শীতে কাঁপি থর থর।
নোংরা যে চরিত্র
স্বভাবটা বিচিত্র।
নিজ পাপে জ্বলে পুড়ে আহা মরি রে!

(৬)
— : একলা ঘরে : —

একলা ঘরে নিঝুম রাতে গা ছমছম,
পোঁ পোঁ করে কীসে
কানের আসেপাশে ?
দরজা ঠোকায় কে রে
খটাক্ খটাক্ করে ?
একলা পেয়ে ঘরে দিচ্ছে উঁকি যম ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments