Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গজয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষার্থীদের অনেক কাঠ খড় পুরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে:-

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষার্থীদের অনেক কাঠ খড় পুরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে:-

লোকাল ট্রেন বন্ধ, বাস চললেও সেটা কম চলছে। এমত অবস্থায় রাজ‍্যে শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলার সব কটি কেন্দ্রই ছিল বর্ধমানে। ফলে, জেলার নানা প্রান্তের মানুষকে অনেক কাঠ খড় পুড়িয়ে পৌঁছাতে হচ্ছে, এমনটাই অভিযোগ জানাচ্ছেন অনেক পরীক্ষার্থীরা। কেউ যাচ্ছেন গাড়ি ভাড়া কযে, কেউ আবার যাচ্ছেন স্টাফ স্পেশ‍্যাল ট্রেনে।

জেলা শিক্ষা দফতরের আধিকারিক সমর দত্ত জানান, বর্ধমান শহরের ছ’টি কেন্দ্রে রাজ কলেজ, উইমেন্স কলেজ, সিএমএস স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, টাউন স্কুল এবং বিদ্যার্থী ভবন হাইস্কুলে মোট ২,৩২৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার জন‍্য ব‍্যবস্থা করা এ দিন সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। পরীক্ষা শুরু হওয়ার দু ঘন্টা আগে পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা এসে উপস্থিত হন। অনেক পরীক্ষার্থীরা জানান, অনেকের বাড়ি অনেক দূরে তাই তারা ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছেন।

এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, ‘‘ভোরে মেয়েকে মোটরবাইকে নিয়ে বেরিয়েছি। সোজা পরীক্ষাকেন্দ্রে এসেছি। ট্রেন বন্ধ। বাস কম চলছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ৫৮ কিলোমিটার বাইকেই এসেছি।’’

এক পরীক্ষার্থী বলেন, ‘‘ভোরে বাইকে করে গ্রাম থেকে সেহারাবাজার পৌঁছই। সেখান থেকে বাস পেয়েছি। তেলিপুকুরে নেমে ৩০ টাকা টোটো ভাড়া দিয়ে কেন্দ্রে আসতে হল।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments