Wednesday, May 8, 2024
spot_img
spot_img
Homeআবহাওয়াকলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও আলিপুরদুয়ারে

কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও আলিপুরদুয়ারে

পিসি নিউজ বাংলা: গরমের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছে তাপপ্রবাহ। তীব্র তাপদাহে জ্বালায় অতিষ্ঠ গোটা দক্ষিণবঙ্গ। তবে ডুয়ার্স লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য উল্টো ছবি। সেখানে চলছে বৃষ্টিপাত। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তাই তাপমাত্রা হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে রাজ্যবাসী। আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশেই থাকবে।
আচমকা আবহাওয়ার এমন পরিবর্তনের বিষয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগর থেকে জলীয় বাষ্প ঢুকলেও তা ছড়িয়ে পড়ছে দক্ষিণবঙ্গ-সহ ছোটনাগপুর মালভূমির ওপরেও। ফলে সেখানেও আকাশ মেঘাচ্ছন্ন। বজ্রগর্ভ মেঘেরও দেখা নেই। মূলত এই কারণেই দক্ষিণবঙ্গে এখনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments