Sunday, May 12, 2024
spot_img
spot_img
Homeরাজ্যকরোনাবিধি ওঠার প্রথম দিনই দেশে ফের বাড়ল সংক্রমণ, বেড়েছে মৃতের সংখ্যাও

করোনাবিধি ওঠার প্রথম দিনই দেশে ফের বাড়ল সংক্রমণ, বেড়েছে মৃতের সংখ্যাও

পিসি নিউজ বাংলা : ভয় পেয়ে দু’পা পিছিয়ে গেলেও ফের এক পা এগিয়ে আসে। হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে মারন করোনা ভাইরাস নিয়ে। ঘাতক করোনার দাপট অনেকটাই কমেছে। ৩১ মার্চ মধ্যরাত থেকে তাই দেশের একাধিক রাজ্যে উঠেছে করোনাবিধি। করোনা ভীতিকে কাটিয়ে ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। কিন্তু হার মানতে নারাজ করোনা। এখনও পর্যন্ত ঠিক এমনই মনোভাব করোনার। জানা যাচ্ছে, করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিনেই দেশে ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ।


শুক্রবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৩৩৫ জন। আক্রান্তের অধিকাংশই কেরলের বাসিন্দা। বুধবার ও বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণ বারোশোর ঘরেই ঘোরাফেরা করেছে। কিন্তু শুক্রবারের করোনা রিপোর্টে দেখা গেল ঊর্ধ্বমুখী।

অন্যদিকে, পাল্লা দিয়ে সামান্য বেড়েছে মৃত্যুও। বুধ এবং বৃহস্পতিবার যেখানে করোনার মৃত্যু ২০ থেকে ৩০-এর মধ্যে ছিল, সেখানে গত ২৪ ঘন্টায় করোনার মৃত্যু বেড়ে হয়েছে ৫২। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৪৮ জনের। তবে স্বস্তির খবর এই যে, ক্রমশ বেড়ে চলেছে করোনায় সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করতে পেরেছেন ১৯১৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments