Thursday, May 16, 2024
spot_img
spot_img
Homeখবরএবার তার ছাড়াই বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুৎ

এবার তার ছাড়াই বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুৎ

পিসি নিউজ বাংলা : বর্তমান যুগে বিজ্ঞান ব্যবস্থা যথেষ্ট উন্নত। যত দিন যাচ্ছে আরও উন্নত হচ্ছে। তবে ইলেক্ট্রিসিটি ছাড়া ইলেকট্রিক ডিভাইস চালানো সম্ভব? হ্যাঁ এটাও সম্ভব!

ভবিষ্যতে তার ছাড়াও বিদ্যুৎ সরবরাহ করা যাবে। টিভি, ফ্রিজ ফ্যান-সহ যাবতীয় বৈদ্যুতিক সরবরাহ চালাতে কোনরকম বিদ্যুৎবাহী তারের আর প্রয়োজন হবে না। এই সিস্টেমটি মোবাইল নেটওয়ার্ক এর মতো কাজ করবে। এ ব্যাপারে বিজ্ঞানীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সফল হয়েছে।

১৯৮০ সালে প্রথম এই সিস্টেমটি আবিষ্কার করেছিলেন মহান বিজ্ঞানী ‘টেসলা’। এটা সেই সময় টেসলা কয়েল নামে পরিচিত ছিল। কিন্তু তাঁর মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে কোনো গবেষণা হয়নি। তবে বর্তমানে এই প্রযুক্তিতেকে নিয়ে গবেষণা করা হচ্ছে।

টেসলা কয়েল-এর সাহায্যে বিদ্যুৎ পাঠানো সম্ভব হয়েছে। তবে তার জন্য কোনও বিদ্যুৎ সংযোগকারী তার লাগবে না। গবেষণাটি করা হয়েছে ইউ এস নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে। সেখানকার বিজ্ঞানীরা টেসলার মতই অনুরূপ একটি কয়েল তৈরি করেছেন। ১ কিলোমিটারে ১.৬ কিলোওয়াট বিদ্যুৎ পাঠাতে সক্ষম হবে। পুরো পদ্ধতিতে টেসলার নীতিগুলি অনুসরণ করা হয়েছে।

টেসলার সিস্টেম অনুযায়ী, বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তরিত করতে হবে প্রথমে। এরপর রিসিভারের একটি বিমে ফোকাশ করা হয়। সেখানে থাকে আরি এফ ডায়োট-সহ একটি এক্স ব্যাংক ডাইপোল এন্টেনা। যখন মাইক্রোওয়েডগুলি এন্টেনার সঙ্গে মিলিত হয় তখন কারেন্ট উৎপন্ন হয়।

আগে কতগুলি দেশে এ ধরনের গবেষণা করা হয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। কিন্তু এখন তা সম্ভব হয়েছে। আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রক এই প্রযুক্তিটির বিকাশের জন্য চেষ্টা চালাচ্ছে। প্রযুক্তিটি একবার সফল হলে তা মানুষকে অবিশ্বাস্য রকমের সুবিধা প্রদান করবে। ওয়াইফাই এর মতই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments