Saturday, May 4, 2024
spot_img
spot_img
Homeবিদেশএকটি গর্তের মূল্য কোটি টাকা, যা বিশ্বের সবচেয়ে বিপদজনক গর্ত।

একটি গর্তের মূল্য কোটি টাকা, যা বিশ্বের সবচেয়ে বিপদজনক গর্ত।

একটি গর্তের দাম কোটি কোটি টাকা, এটাকি সম্ভব, হ্যাঁ, অবশ্যই সম্ভব। বিশ্বের সবচেয়ে মূল্যবান গর্তটি পূর্ব সাইবেরিয়ার মীর খনিতে অবস্থিত, যারা আরেক নাম ডায়মন্ড সিটি। শুধু মূল্যবান নয় এটি বিপদজনক গর্তও বটে। এ গর্তটির খরচ প্রায় 1133 বিলিয়ন টাকা।

এই খনিতে 2004 সালের পর ভূগর্ভস্থ টানেল স্থাপন করা হয়েছিল। প্রতিবছর গড়ে প্রায় দু লাখ ক্যারেট হীরা উৎপন্ন হয় এই গর্ত থেকে। 2014 সালে এই ভূগর্ভস্থ টানেল থেকে 6 মিলিয়ন ক্যারেটের হীরা উৎপন্ন হয়েছিল। যার মূল্য প্রায় দুই কোটি পাউন্ড। এখান থেকে বেরিয়ে আসা সবচেয়ে বড় হীরাটির আকার একটি গলফ বলের সমান। যা খুবই মূল্যবান এবং অবিশ্বাস্যও বটে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই মহামূল্যবান গর্তের দেখাশোনা করেন। এ গর্তটি রাশিয়ান কোম্পানি আলরোসার মালিকাধীন। এই খনিটিকে বিপদজনক বলে মনে করা হয় , কারন এটি আকাশের উপর দিয়ে যাওয়া হেলিকপ্টারকে আকর্ষণ করে। এই খনির গভীরতা 1172 ফুট, গর্তের পরিধি প্রায় সাড়ে 3 কিলোমিটার। বিশ্বের আশ্চর্য একটি গর্ত এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments