Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeকলমে"এবার জ্বল" প্রত্যেক দিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“এবার জ্বল” প্রত্যেক দিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

— : এবার জ্বল : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

খুচরো পাপের জমছে সাজা
প্রতিদিনের হিসাবে।
পরকালে ওরাই সোজা
যন্ত্রণাতে পোড়াবে।

বড়োসড়ো পাপ করিনা
ছোটো মনের অভ্যাসে।
ছোটোগুলোই দিচ্ছে হানা
হচ্ছে বড়ো যোগ শেষে।

করছি খারাপ ঢাকছি মিছে
সত্য কি আর যায় ঢাকা ?
অনেক জনেই দেখছে পিছে
ঘুরছে কেমন পাপ-চাকা।

ফলটা যখন আসবে নগদ
সইতে হবে অনুতাপ।
বাড়ছে বয়স আপদ বিপদ
বহুমুত্র , রক্তচাপ।

বাড়ছে কত ঝুট ঝামেলা
দিনে রাতে নিরন্তর।
অত্যাচারে ঝালাপালা
করল কি কেউ ছু মন্তর ?

এটাই আসল পরিণতি
একেই বলে কর্মফল ।
বহুজনের করে ক্ষতি
যত পারিস এবার জ্বল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments