একাধিক দলীয় কর্মসূচীতে যোগ দিতে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্যে। অন্ডাল বিমানবন্দরে পৌছনোর পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান। এরপর শ্রী মন্ত্রী অমিত শাহ হেলিকপ্টারে বীরভূমের উদ্দেশে রওনা দিয়েছিলেন বলে জানতে পারা গিয়েছে। বীরভূম জেলার সিউড়ির সার্কিট হাউজে মধ্যাহ্নভোজের পর সংবিধানের রূপকার ডঃ: বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান তিনি। সিউড়ির বেনীমাধব স্কুল মাঠে জনসভায় ভাষণ দেবার কর্মসূচী ছিলো অমিত শাহের।এরপর বিবেকানন্দ পল্লীতে দলের জেলা কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি সাংগঠনিক বৈঠকেও যোগ দেন তিনি। শ্রী শাহের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি কি বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আজ বাংলা নববর্ষের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির দর্শন করবেন বলে জানা পারা গিয়েছে।
একাধিক দলীয় কর্মসূচীতে যোগ দিতে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে।
- Advertisment -