Monday, April 29, 2024
spot_img
spot_img
Homeখবরআমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়।

আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়।

হিন্দু সমাজের ঐতিহ্য অনুযায়ী চৈত্র মাস হল শিব পার্বতীর বিবাহের মাস৷ এই মাসেই চোখে পড়ে গাজনের ধুমধাম, গাজনের শেষ দিন অর্থাৎ গতদিন অনুষ্ঠিত হলো চরক ৷ চরক হল হিন্দুদের উৎসব কথায় আছে যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়।

ছোটবেলার এই ছড়া এখনো এই চৈত্র মাসকে মনে করিয়ে দেয়, তাই পুরাতন মালদা ব্লকের মোহনবাগান ডেল কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। বয়সকো থেকে ছোট শিশুরা সকলে মিলে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। কেউ সাজে শিব, কেউ পার্বতী, কেউবা আবার মা দুর্গা, বিভিন্ন জায়গা থেকে আসে প্রতিযোগীরা, গতদিন সন্ধায় ঘুরলো চরক৷ এই মোহনবাগান ডেল কমিটির উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো৷ মোহনবাগান ডেল কমিটির পরিচালনায় এই ছদ্মবেশী প্রতিযোগিতায় তাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়৷ এই ছদ্মবেশী নাচ দেখার জন্য বহু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments