Monday, April 29, 2024
spot_img
spot_img
Homeজেলামুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি পার্কিংয়ে টাকা নেওয়ার প্রতিবাদে, প্রতাপ চুনারী।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি পার্কিংয়ে টাকা নেওয়ার প্রতিবাদে, প্রতাপ চুনারী।

সরকারি হসপিটালে দুই টাকার বিনিময়ে চিকিৎসা পাওয়া সম্ভব সেটা আমরা সকলেই জানি, কিন্তু দুঃখের বিষয়, মুর্শিদাবাদ জেলার বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দুই টাকার বিনিময়ে চিকিৎসা পাওয়া গেলেও, হাসপাতালচত্বরে গাড়ি পার্কিংয়ের জন্য সাধারণ মানুষকে গুনতে হয় 10 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত, এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের সুর তুলেছেন অনেকেই, এই ঘটনায় তীব্র নিন্দা করেন, সত্যের সন্ধানে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জাতীয় কমিটির সদস্য প্রতাপ চুনারী, তিনি টুইটের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে লিখিতভাবে বিষয়টি জানান, তিনি বলেন,
মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি পার্কিংয়ে টাকা নেওয়ার প্রতিবাদে, প্রতাপ চুনারী। সরকারি হসপিটালে পার্কিংয়ের সুবিধা বিনামূল্যে পাওয়া উচিত সাধারণ মানুষের, হসপিটাল চত্বরে যে সমস্ত গাড়ি আসে বেশিরভাগই রোগীর আত্মীয়-পরিজনরা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি করে রোগী নিয়ে আসে হসপিটালে, তাদের সঙ্গে আলাদাভাবে গাড়ি পার্কিংয়ের জন্য পয়সা নেওয়ার কোনো মানেই হয় না, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অনুরোধ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখে, সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments