Saturday, April 27, 2024
spot_img
spot_img
HomeখবরNational Flag On Pratap Chunari জাতীয় পতাকার অবমাননা হলেই নেয়া হবে কঠোর...

National Flag On Pratap Chunari জাতীয় পতাকার অবমাননা হলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা, প্রতাপ চুনারী।

পিসি নিউজ বাংলা:- আজ ১৫ ই আগস্ট, ৭৫ তম স্বাধীনতা দিবস, আজ দেশের বিভিন্ন প্রান্তের অলিতে গলিতে উত্তোলন করা হবে দেশের জাতীয় পতাকা, কিন্তু তেরঙার অপমান হলেই পেতে হবে কঠিন শাস্তি, সত্যের সন্ধানে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জাতীয় কমিটির সদস্য প্রতাপ চুনারি এমনটাই জানান (National Flag On Pratap Chunari), তিনি বলেন, অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করুন কিন্তু মনে রাখবেন জাতীয় পতাকা যেন এখানে সেখানে পড়ে না থাকে, তেরঙ্গাকে সম্মান দিন, অনেকেই জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকার খোঁজ খবর রাখেন না, এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় জাতীয় পতাকা, এটা দেশবাসীর কাছে ভীষণ নিন্দনীয় এবং বেদনাদায়ক বিষয়, তাই আপনারা সকলেই অনুগ্রহ করে জাতীয় পতাকার অবমাননা হওয়ার হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণভাবে নজর রাখুন, জাতীয় পতাকা উত্তোলনের পর সময়মতো নামিয়ে রাখুন এবং আশেপাশে পড়ে থাকলে সম্মানের সঙ্গে সরিয়ে রাখুন।

সরকারি বা বেসরকারি কোন অফিসে বা কারোর বাড়িতে জাতীয় পতাকার অবমাননার খবর পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা, আইনত ভাবে সাজা দেওয়ার ব্যবস্থাও করা হবে, জাতীয় পতাকার অবমাননা দেখতে পেলেই আমাদের জানান এবং ছবি তুলে পাঠান আমাদের whatsapp নাম্বারে: 9434674111 আপনারা সকলেই অত্যন্ত সতর্কভাবে থাকুন কোনোভাবেই যেন দেশের জাতীয় পতাকার অবমাননা না হয় সেই দায়িত্ব আমাদের সকলেরই, দেশের প্রধানমন্ত্রী বলেছেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য, দেশের প্রধানমন্ত্রীর কথা মেনেই হর ঘর তেলেঙ্গার কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে অনেককেই, তবে খুব সতর্কভাবে কর্মসূচি পালন করতে হবে, মনে রাখতে হবে, কোনরকম ভাবেই দেশের জাতীয় পতাকার অবমাননা যেন না হয়।

National Flag On Pratap Chunari জাতীয় পতাকার অবমাননা হলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা, প্রতাপ চুনারী।

MORE NEWS – পুলিশের মেসের খাবার নিম্নমানের, তদন্তের দাবি প্রতাপ চুনারির।

পুলিসের মেসের খাবার পছন্দ হয়নি বলে প্রকাশ্য রাস্তায় এসে কেঁদে ভাসাচ্ছেন এক পুলিস কনস্টেবল, উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় এমনই ঘটনা ঘটে, আর এমন বিরল দৃশ্য দেখতে রাস্তায় রীতিমতো ভিড়ও জমে যায়, ওই কনস্টেবলের অভিযোগ, খাবারের গুণ ও মান অত্যন্ত নিম্নমানের, পশুদের খাবার যোগ্য নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, কনস্টেবল মনোজ কুমার হাতে থালা নিয়ে রাস্তায়। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments