Saturday, May 18, 2024
spot_img
spot_img
Homeখবররোজগারের আশায় ফেসবুকে 'অদ্ভুত' পোস্টার উত্তরবঙ্গের যুবকের

রোজগারের আশায় ফেসবুকে ‘অদ্ভুত’ পোস্টার উত্তরবঙ্গের যুবকের

পিসি নিউজ বাংলা : বেঁচে থাকার রসদ জোগাড় করতে গিয়ে পরিস্থিতির চাপে পড়ে বহু মানুষকে এমন পেশা বেছে নিতে হয়, যেখানে নিজেদের ভালোলাগার কোনও জায়গা থাকে না। তবে সময় অনেককে এমন বাঁকে এনে দাঁড় করায় যেখানে কোনও বিকল্প থাকে না। তাই অনিচ্ছা বা প্রতিকূলতার মধ্যেও কাজ করে যেতেই হয় অন্ন সংস্থানের জন্য। শারীরিক প্রতিবন্ধকতাকে সম্বল করেই এগিয়ে চলেন জীবনে।

এমনই এক লড়াইয়ে নেমে পশ্চিমবঙ্গেরই এক যুবক কাজের খোঁজে এক “অদ্ভুত বিজ্ঞাপন”দিয়েছেন। বিজ্ঞাপনের বয়ান নজর কেড়েছে সকলেরই। বিজ্ঞাপনের মাধ্যমে রোজগারের আশায় রয়েছেন আলিপুরদুয়ারের যুবক রানা দাস। তাঁর দেওয়া বিজ্ঞাপনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পেশার দিক থেকে অনেকেই নানাভাবে কাজে লাগান সোশ্যাল মিডিয়াকে। সাড়াও পান অধিকাংশ লোকই। সেই আশাতেই রানা দাসও নিজের কাজের বিজ্ঞাপন দিয়েছেন। ভাইরাল হওয়া ওই পোস্টারের ছবিতে দেখা গিয়েছে, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন সহ যেকোনও অনুষ্ঠানে টেবিল পরিষ্কারের জন্য যোগাযোগ করতে বলেছেন রানা। যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বরটিও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের উত্তর মাঝেরডাবরির বাসিন্দা রানার ছোটবেলাতেই গলায় একটি বড় অপারেশন হয়েছিল। নল বসানো হয়েছে। তারপর থেকেই ভারী কাজ করতে পারেন না রানা। তাই বেছে নিয়েছেন টেবিল পরিষ্কারের কাজ। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রানা যেভাবে খেটে খাওয়ার মানসিকতা বজায় রেখেছেন, তা দেখে তাঁকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই। উপার্জনের অপেক্ষায় দিন গুনছেন রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments