Sunday, April 28, 2024
spot_img
spot_img
Homeরাজ্যসাড়ে তিন মাস পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল ২০০-এর বেশি

সাড়ে তিন মাস পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল ২০০-এর বেশি

পিসি নিউজ বাংলা : রাজ্যে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। কয়েক মাস থমকে পর আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে ঘাতক করোনা। এমনটাই জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্য বুলেটিন। সাড়ে তিন মাস পর ফের করোনার দৈনিক সংক্রমণ ২০০-এর গণ্ডি পার করেছে। বুধবারের হেলথ বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা সংগ্রামী কে হয়েছেন ২৩০ জন। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ১ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। তাহলে কি করোনার চতুর্থ ঢেউয়ের মুখোমুখি হতে চলেছি আমরা? বর্তমানে এমনই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে।

সাড়ে তিন মাস পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল ২০০-এর বেশি
সাড়ে তিন মাস পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল ২০০-এর বেশি

একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে গোটা দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৮৮২২ জন। ঠিক এর আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৯৪ জন। এই সময়ের মধ্যে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৫১৭ জন। মৃতের সংখ্যা এ পর্যন্ত ছুঁয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৬৯২ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments