Tuesday, May 14, 2024
spot_img
spot_img
Homeখবর২রা মার্চ রাজ্যের বাকি ১০৮পুরসভার ফল ঘোষণা...

২রা মার্চ রাজ্যের বাকি ১০৮পুরসভার ফল ঘোষণা…

ফলাফলের দিন ঘোষণা হয়ে গেলো,রাজ্যের বাকি ১০৮পুরসভার ভোটের। ২রা মার্চ, ফল ঘোষণা হবে রাজ্যের বাকি ১০৮পুরসভার,রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করল।ভোট হবে ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার।

১০৮পুরসভার – ২৭ ফেব্রুয়ারি কোথায় কোথায় ভোট???
পুরসভা: দার্জিলিং
জেলা: দার্জিলিং (১)

পুরসভা: তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙ্গা, কোচবিহার, হলদিবাড়ি, মেখলিগঞ্জ
জেলা: কোচবিহার (৬)

পুরসভা: আলিপুরদুয়ার, ফালকাটা
জেলা: আলিপুরদুয়ার (২)

পুরসভা: ময়নাগুড়ি, মাল, জলপাইগুড়ি
জেলা; জলপাইগুড়ি (৩)

পুরসভা: ইসলামপুর, কালিয়াগঞ্জ, ডালখোলা
জেলা;উত্তর দিনাজপুর(৩)

পুরসভা; গঙ্গারামপুর, বালুরঘাট
জেলা: দক্ষিণ দিনাজপুর (২)

পুরসভা::ওল্ড মালদা, ইংরেজবাজার
জেলা::মালদা(২)

পুরসভা:: কান্দি, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ধুলিয়ান, বেলডাঙ্গা, বহরমপুর
জেলা;;মুর্শিদাবাদ(৭)

পুরসভা;; শান্তিপুর, তাহেরপুর নোটিফাইড, গয়েশপুর, বীরনগর, কৃষ্ণনগর, রানাঘাট, এরিয়া, কল্যাণী, নবদ্বীপ
জেলা;;নদীয়া(১০)

পুরসভা;; কাঁচরাপাড়া, গারুলিয়া, গোবরডাঙ্গা, বনগাঁ, ভাটপাড়া, নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, নৈহাটি, টিটাগর, কামারহাটি, বরানগর, বারাসাত, বসিরহাট, টাকি, উত্তর দমদম, দক্ষিণ দমদম (২৯নো ওয়ার্ডে ভোট হবে না), মধ্যমগ্রাম, দমদম, হাবরা, পানিহাটি, অশোকনগর কল্যাণ নগর, বাদুড়িয়া
জেলা;; উত্তর ২৪পরগনা (২৫)

পুরসভা;; বারুইপুর, মজিলপুর – জয়নগর,রাজপুর সোনারপুর , বজ বজ, মহেশতলা, ডায়মন্ড হারবার,
জেলা;; দক্ষিণ ২৪ পরগনা (৬)

পুরসভা;; উলবেরিয়া
জেলা;হাওড়া (১)

পুরসভা;; বাঁশবেড়িয়া, তারকেশ্বর, চাপ দানি, রিসরা, হুগলী-চুঁচুড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি শেওড়াফুলি, ভদ্রেশ্বর, আরামবাগ, ডানকুনি, কতোরং উত্তরপাড়া,
জেলা;হুগলি (১২)

পুরসভা;; এগরা, কাঁথি, তমলুক
জেলা;পূর্ব মেদিনীপুর(৩)

পুরসভা;; রামজীবনপুর, ঘাটাল, চন্দ্রকোনা, খড়ার, ক্ষীরপাই, খড়গপুর, মেদিনীপুর
জেলা;;পশ্চিম মেদিনীপুর(৭)

পুরসভা;; ঝাড়গ্রাম
জেলা;;ঝাড়গ্রাম(১)

পুরসভা;; ঝালদা, রঘুনাথপুর,, পুরুলিয়া
জেলা;;পুরুলিয়া(৩)

পুরসভা;; বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া
জেলা;; বাঁকুড়া (৩)

পুরসভা;; কাটোয়া, কালনা, দাঁইহাট, বর্ধমান, গুসকরা, মেমারি
জেলা;;পূর্ব বর্ধমান(৬)

পুরসভা;; বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট, সাইথিয়া, সিউড়ি
জেলা;;বীরভূম(৫)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments