Monday, April 29, 2024
spot_img
spot_img
Homeখবরহুগলী নদীর নীচ দিয়ে মেট্রোর প্রথম রেকটি আজ সুড়ঙ্গ পেরিয়ে হাওড়া ময়দানে...

হুগলী নদীর নীচ দিয়ে মেট্রোর প্রথম রেকটি আজ সুড়ঙ্গ পেরিয়ে হাওড়া ময়দানে পৌঁছল।

হুগলী নদীর নীচ দিয়ে মেট্রোর প্রথম রেকটি আজ সুড়ঙ্গ পেরিয়ে হাওড়া ময়দানে পৌঁছল। ভারতের ভূগর্ভ রেলের ইতিহাসে কলকাতা মেট্রোর আরো এক গর্বের পালক যোগ হলো।মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি. উদয়কুমার রেড্ডি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক, মহাকরণ স্টেশন থেকে এই ট্রেনে চড়ে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হয়ে রইলেন। বেলা ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি হুগলী নদী পেরোয়। এরপর আরো একটি রেককে ওই একই পথে হাওড়া ময়দান স্টেশনে নিয়ে যাওয়া হয়। জেনারেল ম্যানেজার শ্রী রেড্ডি বলেন, ৪’দশমিক ৮’কিলোমিটার দীর্ঘ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এই ভূগর্ভস্থ অংশে পরীক্ষামূলকভাবে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে এবং তা’ চলবে আগামী সাত মাস ধ’রে। চলতি বছরেই, ইস্ট-ওয়েস্ট করিডোরের এই অংশে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments