Monday, April 29, 2024
spot_img
spot_img
Homeখবররেগে গিয়ে দলীয় কার্যালয় ছাড়লেন সাংসদ আবু তাহের খান।

রেগে গিয়ে দলীয় কার্যালয় ছাড়লেন সাংসদ আবু তাহের খান।

রেগে গিয়ে দলীয় কার্যালয় ছাড়লেন সাংসদ আবু তাহের খান।

ব্লক কমিটির নাম ঘোষণার সময় রেগে গিয়ে দলীয় কার্যালয় ছাড়লেন সাংসদ আবু তাহের খান। নামের তালিকা ঘোষণা বিষয়ে কিছুই জানানো হয়নি, মুর্শিদাবাদ জেলা সভানেত্রী সাওনি সিংহ রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খানের। পরে তালিকা ঘোষণা শাওনি সিংহ রায়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ আবু তাহের খান জানান, যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকা সম্পর্কে জেলা কমিটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, জেলা কমিটিতে কারা কোথায় আছে এবং কে কোথায় থাকবে, কার কোথায় অবস্থান হবে, কে সেক্রেটারি হবে, কে জেনারেল সেক্রেটারি হবে, কে সহ সভাপতি হবে, কে ইনভিটি মেম্বার হবে, এগুলো আলাপ আলোচনা করলে দলের পক্ষে ভালো হয়, আমরাও সেগুলি জানতে পারি, যেহেতু আমি দলের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান, যেহেতু দল আমাকে এখনো চেয়ারম্যান হিসেবে রেখেছে।তিনি এও বলেন, আমি মনে করি আমাকে অন্ধকারে রেখে কমিটিটা করাটা সঠিক হয়নি, তাই এর সঙ্গে আমি সহমত পোষন করছি না। এ ব্যাপারে আমাদের রাজ্য নেতৃত্ব সম্মানীয় সর্বোচ্চ নেত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমি আলোচনা করেছি এবং তিনি একটা দিক নির্দেশিকা দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার সঙ্গেও আলোচনা করেছি তিনি আমাদেরকে একটা দিক নির্দেশিকা দিয়েছেন, যে আগামী দিনে এই আলাপ-আলোচনার মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলা কমিটি গঠন হবে এবং সব বিষয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে আলোচনা হোক, আলোচনা করে কে কোথায় থাকলে ভালো হয়, জেলায় কে কোন অবস্থানে থাকবে সেটা যদি সকলে একটু আলাপ-আলোচনা করা হয়, সেই সুযোগ যদি আমাদের থাকে তাহলে জেলার সংগঠনটা চাঙ্গা হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে এই কমিটির ভূমিকা সাংঘাতিক, সুতরাং কমিটিটা যদি একটু আলাপ-আলোচনা করে যারা যোগ্য মানুষ, যারা দীর্ঘদিন দল পরিচালনা করেছে তাদেরকে সঠিক জায়গায় যদি নিয়ে আসা যাই, তাহলে দলের পরিবেশ ভালো থাকে পরিছন্ন থাকে এবং ভাবমূর্তি ভালো হয় এবং দল চাঙ্গা হয়, সংগঠন মজবুত হয়।আমরা সেই দিকে লক্ষ্য রেখেই আমরাও চাইছি যে কমিটি তাই হোক না কেন আলাপ আলোচনার মধ্যেই হোক এবং সত্যিকারেই যারা সক্রিয় নেতা তারা সেই জায়গায় আসুক। আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও চাইছেন যে যারা সত্যি কারের দল করে, দলের প্রতি যাদের ভালো ভাবমূর্তি আছে, দলের যারা স্বচ্ছ কর্মী তারা সামনের সারিতে আসুক সেটা চাইছেন এবং আমরাও চাইছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments