Monday, April 29, 2024
spot_img
spot_img
Homeকলকাতাসেতুতে ফাটল, আগামী কয়েক দিন বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল

সেতুতে ফাটল, আগামী কয়েক দিন বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল

পিসি নিউজ বাংলা :   প্রায় ৩২৫ মিটার লম্বা তারাতলা উড়ালপুল কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। ২০০৬ সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয়। ২০১৯ সালে শেষ বার সংস্কার করা হয় উড়ালপুল। বর্তমানে কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার অংশে উড়ালপুলের উপর বড় একটি ফাটল তৈরি হয়েছে। এই ফাটলটি ধীরে ধীরে বড় হচ্ছে। তাই মেরামতির কাজের জন্য আগামী কয়েকদিন বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল। পিডব্লুডি সূত্রে খবর, শনিবার রাত থেকে তারাতলা ব্রিজের একটি লেন বন্ধ থাকবে। উড়ালপুলের যে অংশে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে, সেই জায়গার মেরামতের কাজ শুরু হবে। এই কাজ শেষ হতে দুই থেকে তিন দিন লাগবে।

তারাতলা উড়ালপুলে বেশ কয়েকদিন ধরেই এই পরিস্থিতি। যে কোনও সময়ে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় মানুষজন প্রাণ হাতে পারাপার করেন। কিন্তু শহরবাসীর একাংশের অভিযোগ, এসবের পরেও কোনও হেলদোল দেখা যায় না প্রশাসনের মধ্যে। বিপদকে সঙ্গী করেই চলছে যাওয়া আসা। শুক্রবার তারাতলা উড়ালপুলের এই ফাটল ধরা জায়গাটির ভিডিয়ো তুলতে আসেন পিডাব্লিউডি-র আধিকারিকরা।

জানা গিয়েছে, এর আগেও এই ফাটলটি মেরামত করা হয়েছে। কিন্ত ক্রমাগত গাড়ি যাতায়াতের ফলে বেশিদিন টেকেনি। ফের বেরিয়ে এসেছে তারাতলা উড়ালপুলের কঙ্কালসার চেহারা। মেরামতির কারণেই, দিন দুয়েক এই উড়ালপুলের একটি লেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments