Thursday, May 2, 2024
spot_img
spot_img
Homeকলকাতাশুক্রবার দুপুর থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, হাওড়া থেকে চুঁচুড়া ও বর্ধমান...

শুক্রবার দুপুর থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, হাওড়া থেকে চুঁচুড়া ও বর্ধমান থেকে খন্নানের মধ্যে চালানো হবে স্পেশাল ট্রেন

পিসি নিউজ বাংলা : শুক্রবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ থাকছে ব্যান্ডেল স্টেশন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক’দিন চলাচল করবে না কোনও ট্রেন। তাই হাওড়া ও বর্ধমান থেকে ভায়া মেন লাইন বা কাটোয়া থেকে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের কথা ভেবে সংক্ষিপ্ত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
হাওড়া থেকে চুঁচুড়া ও বর্ধমান থেকে খন্নান পর্যন্ত  স্পেশাল ট্রেন চলবে আজ ২৭ তারিখ – ৮ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ৭ জোড়া (বর্ধমান থেকে খন্নান) এর মধ্যে। আগামিকাল, শনিবার ও পরশু রবিবার , ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ১৪ জোড়া (বর্ধমান থেকে খন্যান) ৩০ তারিখ ১০ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও  ৭ জোড়া ট্রেন (বর্ধমান থেকে খন্নান)।
এ ছাড়া কাটোয়া থেকে ত্রিবেণি – ২৮ ও ২৯ তারিখ পাঁচ জোড়া করে স্পেশাল চালানো হবে। যে সব দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল,
উত্তরবঙ্গ ও  দক্ষিণবঙ্গের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ..

🔵১৩০১১/১৩০১২ মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৮ থেকে ৩১ মে পর্যন্ত)।
🔵 ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (২৭ থেকে ৩১ মে পর্যন্ত)।।
🔵১৩০৬৩/১৩০৬৪ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)।।
🔵১৩১৪১/১৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)।🔵১৩১৪৫/১৩১৪৬ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)।
🔵১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (২৫, ২৭ ও ২৮ মে)।
🔵১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (২৮ ও ২৯ মে)।
🔵১৩১৬৩/১৩১৬৪ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৭, ২৮ এবং ২৯ মে)।
🔵১৩১৬৯/১৩১৭০ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৬ এবং ২৭ মে)।
🔵১৫৭২২/১৫৭২১ নিউ জলপাইগুড়ি-দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)।।
🔵১৩৪৬৬/১৩৪৬৫ মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)।
🔵১৫৬৪৪/১৫৬৪৩ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (২৬ এবং ২৮ মে)।
🔵১৩০৩৩/১৩০৩৪ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)।
🔵১৩১৫৯/১৩১৬০ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)।।
🔵১৩১৫৩/১৩১৫৪ শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস (২৬ থেকে ৩০ মে)।।
🔵০৩১০১/০৩১০২ শিয়ালদহ-কামাখ্যা সামার স্পেশাল (২৭ এবং ২৮ মে)।
🔵০৫৭৫৪/০৫৭৫৩ নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল (২৭ মে)।।
🔵০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি-কলকাতা স্পেশাল (২৮ এবং ২৯ মে)।
🔵০৩১২৯/০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশাল (২৬ এবং ২৭ মে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments