Friday, May 3, 2024
spot_img
spot_img
Homeরাজ্যরাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, প্রাণহানি

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, প্রাণহানি

পিসি নিউজ বাংলা : করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ফের উদ্বেগ বাড়ছে রাজ্যে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি পজিটিভিটি রেটও উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। সেই সঙ্গে টানা কয়েকদিন বাদে ফের মারণ ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যাও বেড়েছে।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে ৮ হাজার ৬৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ। যার ফলে নতুন করে আরও ৪৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ মিলেছে। ফলে এখনো পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৪৮৯ জন। টানা কয়েকদিন বাদে এই ভাইরাসের ছোবলে আরও একজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে রাজ্যে করোনার কারণে বলি হতে হল ২১ হাজার ২০৩ জনকে।

Pc News Bangla
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, প্রাণহানি

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৯ লাখ ৯৬ হাজার ৮৬৪ জনে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে নয়টি। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। বাড়িতে হোম আইসোলেশনে ৪০৪ জন।

তবে করোনা থেকে দ্রুত মুক্তি পেতে রাজ্যে জোরকদমে চলছে টিকা প্রদান কর্মসূচি। কারণ, এই ঘাতক ভাইরাসের একমাত্র দাওয়াই হল ভ্যাকসিন। এর পাশাপাশি অবশ্য সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের তরফে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments