Friday, May 17, 2024
spot_img
spot_img
Homeরাজনীতিভোট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সিপিএমের (CPM) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন রাজ্যের মন্ত্রী...

ভোট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সিপিএমের (CPM) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম

বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By-Poll) রাজনৈতিক দূরত্ব দূর হয়ে গেল। সকাল সকাল দেখা গেল, ভোট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সিপিএমের (CPM) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

দেখা গেল, বামশিবির থেকে চায়ের আহ্বান পেয়ে ফিরহাদ হাকিম দাঁড়িয়ে চা খেলেন। অন্যদিকে, সামসেরগঞ্জেও মুখোমুখি হয়ে তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করলেন।

বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Poll) দিকেই নজর ছিল সবমহলের। সকাল থেকেই তাই টানটান উত্তেজনা ছিল এই কেন্দ্রে। তৃণমূল নেতারাও সকাল থেকেই বুথে বুথে পরিদর্শন করেছেন। চেতলার বাড়ি থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম আশেপাশের এলাকা ঘুরে দেখেন। দেখা যায়, তাঁর কার্যালয়ের অদূরেই ক্যাম্প করে বসেছে সিপিএম। ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। তাঁর সমর্থনে সিপিএম কর্মীরা শিবির করছেন। ফিরহাদ তার কাছাকাছি যেতেই তাঁরা মন্ত্রীকে চা খাওয়ার আহ্বান জানান। তিনি সেই আহ্বান সাদরে গ্রহণ করেন।

শুধু ভবানীপুরেই নয়, ভোটযুদ্ধে শামিল মুর্শিদাবাদের জঙ্গিপুরেও (Jangipur) এমনই রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল। গাড়িতে ভোট দিতে যাচ্ছিলেন জঙ্গিপুরের তৃণমূল (TMC) প্রার্থী জাকির হোসেন। তাঁর সঙ্গে দেখা হয়ে যায় বিজেপি (BJP) প্রার্থী সুজিত দাসের। উভয়ে নমস্কার বিনিময় করেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দু’জনে মিলে কথা বলেন। তাঁদেরও বার্তা একটাই। প্রতিদ্বন্দ্বিতা সব ভোটের ময়দানে। তার বাইরে সৌজন্য বিনিময়টাই স্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments