Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeকলকাতাবুদ্ধ পূর্ণিমায় কম মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

বুদ্ধ পূর্ণিমায় কম মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

পিসি নিউজ বাংলা : বুদ্ধ পূর্ণিমার দিন কলকাতায় সারাদিনে মোট ২৩৪টি মেট্রো চলবে। এমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। অর্থাৎ শুধুমাত্র আগামী সোমবার মেট্রো চলাচল করবে খুবই কম সংখ্যক। বৃহস্পতিবার এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার মেট্রো পরিষেবা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। কারণ, সেদিন বুদ্ধ পূর্ণিমা। আর বুদ্ধ পূর্ণিমায় জাতীয় ছুটি থাকে। তাই এই সিদ্ধান্ত। তাছাড়া ছুটির দিন অনেক অফিস বন্ধ থাকে। ফলে যাত্রী ভিড়ও কিছুটা কম থাকে। পাশাপাশি এও জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে না। তবে অন্য দিন যত সংখ্যক মেট্রো চলাচল করে, সেই তুলনায় অনেকটাই কম চলবে মেট্রো।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৩৪টি মেট্রো চলবে। বর্তমানে সপ্তাহে কাজের দিনগুলিতে নর্থ সাউথ করিডোর রুটে ২৮২টি ট্রেন চলাচল করে। সেই রুটে আগামী সোমবার চালানো হবে মোট ২৩৪টি মেট্রো। আপে ১১৭টি ও ডাউনে ১১৭টি মেট্রো চলবে। তবে সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, পূর্ণিমা তিথি শুরু হবে ১৫ মে রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে। তিথি শেষ হবে ১৬ মে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments