Sunday, May 19, 2024
spot_img
spot_img
Homeদেশনির্বাচন শেষ এবার কি তবে বাড়বে পেট্রোল-ডিজেলের দাম?

নির্বাচন শেষ এবার কি তবে বাড়বে পেট্রোল-ডিজেলের দাম?

দেশের 5টি রাজ্যে শেষ হয়েছে নির্বাচন। ফল নির্নয় শেষে 4টি রাজ্যে গঠিত হতে চলেছে বিজেপি সরকার। শোনা গিয়েছিল, নির্বাচনের ফল বেরোলেই বাড়বে পেট্রোল ডিজেল এর দাম। আজও তা বাড়েনি , পেট্রোলিয়াম কোম্পানি গুলো আজও তা বাড়ায়নি । তবে, দাম বাড়ানোর পিছনে রয়েছে বৈশ্বিক কারন। আর সেই কারনটি হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এই যুদ্ধের কারনে বিশ্বব্যাপী অপরিশোধিত পণ্যের দাম প্রচুর বাড়ছে। অনুমান করা হচ্ছে, আন্তর্জাতিক কারণে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে চলেছে । পেট্রোল-ডিজেলের দাম বাড়লে সমস্যায় পড়বে সাধারণ মানুষ।

            4 নভেম্বর থেকে টানা 127 দিন দেশে পেট্রোল-ডিজেলের দাম একই রয়েছে। বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম এতে খানিকটা স্বস্তিতেই ছিলেন সাধারণ মানুষ কিন্তু কতদিন থাকবে তা বলা যাচ্ছে না। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি 9 মার্চ থেকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা যুক্ত একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন উত্তর প্রদেশ সরকারের তেল নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছিল এবং আপনি যদি নিয়ন্ত্রণমুক্ত করেন তবে এর সাথে মালবাহি চার্য যুক্ত হবে । এখনো দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম একই আছে। এখনো দিল্লি তে 1 লিটার পেট্রোলের দাম 95.41টাকা এবং ডিজেলের দাম 86.67 টাকা।

মুম্বাইতে লিটারপ্রতি পেট্রোলের দাম 109.98টাকা এবং ডিজেলের দাম 94.14 টাকা প্রতি লিটার।
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 104.67 এবং ডিজেলের দাম 89.79 টাকা প্রতি লিটার। গাজিয়াবাদে পেট্রোলের দাম লিটার প্রতি 95.29টাকা ডিজেলের দাম লিটার প্রতি 86.80টাকা।জেনে নিন অন্যান্য বড় শহরে পেট্রোলের ও ডিজেলের দাম, উত্তর প্রদেশের রাজধানী লখনৌ তে পেট্রোলের দাম লিটার প্রতি 95.14 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 86.68।
পাঞ্জাবের রাজধানী চন্ডিগড় পেট্রোল প্রতি লিটার 94.23 টাকা এবং ডিজেল প্রতি লিটার 80.90 টাকা।

কিভাবে জানবেন পেট্রোল-ডিজেলের দাম?
প্রতিদিন আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমে চেক করতে পারেন। ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড>পাঠাতে পারেন 9224992

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments