Monday, May 6, 2024
spot_img
spot_img
Homeআবহাওয়াকয়েক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড বসিরহাটের গ্রাম,

কয়েক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড বসিরহাটের গ্রাম,

হঠাত্‍ই এসে হাজির মিনিট খানেকের ঝড়। আর এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড গোটা গ্রাম। ঘটনা বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামের ঘটনা। এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। ঝড়ের জেরে ভাঙল বিদ্যুতের খুঁটি।

হঠাত্‍ই ১ মিনিটের ঝড় বয়ে গেল তালবেড়িয়া গ্রামের উপর দিয়ে। এই ঝড়ের বিভত্‍সতা দেখে হকচকিয়ে পড়েন গ্রামবাসীরা। একদিকে টালির চাল ও টিনের ছাদ উড়ে গিয়ে অন্যত্র গিয়ে পড়ছে। অন‍্যদিকে গাছ উপড়ে রাস্তার উপরে পড়েছে। ঘটনাস্থলে হাড়োয়ার বিডিও সমীর রঞ্জন মান্না ও পুলিশ প্রশাসন গিয়েছেন। এই ঝড়ের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এর আগে জুন মাসে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা। ভেঙে পড়ে একাধিক বাড়ি। উড়ে যায় চাল। নিরাশ্রয় বেশ কয়েকটি পরিবার। কোনও বাড়ির চাল উড়ে গেছে। কোনওটার মাটির দেওয়াল ধসে পড়েছে। কয়েক ঘণ্টার ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটা। জলেশ্বর, ইছাপুর এলাকায় একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments