Monday, April 29, 2024
spot_img
spot_img
Homeফিল্ম জগৎকোন সত্য ঘটনা তুলে ধরা হবে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য দিল্লি ফাইলস'এ

কোন সত্য ঘটনা তুলে ধরা হবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য দিল্লি ফাইলস’এ

পিসি নিউজ বাংলা : পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য দিল্লি ফাইলস’। এই ছবির ঘোষণার সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে ছবিটির প্রেক্ষাপট ঘিরে। ছবিটির মূল বিষয়বস্তু ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে যে, ২০২০ সালের ফেব্লুয়ারি মাসে দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার যে ঘটনা ঘটে, সেই সত্যি ঘটনাই এবার ফুটিয়ে তোলা হবে বিবেক অগ্নিহোত্রীর এই ছবিতে। অন্য একটি সূত্রের দাবি, ১৯৮৪ সালে দিল্লিতে ঘটে যাওয়া শিখ দাঙ্গার ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ‘দ্য দিল্লি ফাইলস’। যদিও পরিচালক এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। ছবির প্রেক্ষাপট সম্পর্কে তিনি কিছুই জানাননি।
অবশ্য পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য দিল্লি ফাইলস’ ছবির ঘোষণার পরই তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইনজীবী হরবিন্দ্র সিংহ ফুলকা। ১৯৮৪ সালের দিল্লির শিখ দাঙ্গার ঘটনার শিকার ছিলেন তিনি। এ প্রসঙ্গে হরবিন্দ্র সিংহ ফুলকা রীতিমতো ক্ষোভের সঙ্গে বলেন, ‘তৎকালীন কংগ্রেস কীভাবে শিখ দাঙ্গার ছক কষেছিল, তা মানুষের জানা দরকার। দিল্লির মানুষ শিখদের পাশে দাঁড়ান এবং তাঁদের রক্ষা করেন। এমনকী, শিখদের রক্ষা করার সময় দুজন হিন্দুরও মৃত্য়ু হয়। পাশাপাশি তিনি দাবি করেছেন, তিনি নিশ্চিত যে, এই ছবি সমাজের মধ্যে কোনও ভেদাভেদ সৃষ্টি করবে না। বরং সত্যিটা সামনে তুলে নিয়ে আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments