Friday, March 29, 2024
spot_img
spot_img
HomeUncategorizedহঠাৎ কুকুর কামড়ালে প্রথমেই যা করবেন

হঠাৎ কুকুর কামড়ালে প্রথমেই যা করবেন

পিসি নিউজ বাংলা : রাস্তা দিয়ে চলার সময় অসাবধানতা বশত অনেক সময় কুকুর কামড়াতে পারে। কিন্তু হঠাৎ কুকুর কামড়ালে, তখন কি করা উচিত সেই সময় তা মাথাতেই আসে না। তাছাড়া ডাক্তারের চেম্বার যদি হয় দূরে তবে তো কথাই নেই। এমন পরিস্থিতিতে প্রথমে কী করবেন উচিত তা জানা অবশ্যই দরকার।
কুকুর কামড়ালে র‌্যাবিস নামে এক ধরনের জীবাণু শরীরে প্রবেশ করে। এর থেকে জলাতঙ্ক রোগ হতে পারে।

কুকুর কামড়ালে প্রথমেই কী করবেন?

যে অংশে কুকুর দাঁত বসিয়েছে বা আঁচড়েছে, সে জায়গাটি ভাল করে ধুয়ে নিন। গরম জল দিয়ে ধুয়ে খুব ভাল। তা হলে সব রকম জীবাণু ধুয়ে যাবে। পারলে সেখানে একটু অ্যান্টিসেপ্টিক কোনও দ্রব্য লাগান। তার পর অংশটি ব্যান্ডেজ করে রাখুন।

বাড়িতে অ্যান্টিসেপ্টিক কিছু না থাকলে গোলমরিচ গুঁড়ো লাগাতে পারেন। জ্বালা করবে, কিন্তু এতে বিষ নষ্ট হয়ে যাবে।

পেঁয়াজের রস, আখরোট বাটা, মধু আর নুন দিয়ে একটি পেস্ট বানিয়ে তা ক্ষতের জায়গায় লাগান। তার পর ব্যান্ডেজ করে রাখুন।

সর্ষের তেলও লাগাতে পারেন। ক্ষতস্থানে সর্ষের তেল লাগালে জ্বালা করতে পারে ঠিকই। কিন্তু এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট। তা ক্ষত সারাতে দারুণ কার্যকর।

ক্ষত স্থানে হলুদ বাটাও দিতে পারেন। এর অ্যান্টিসেপ্টিক গুণ তাড়াতাড়ি ক্ষতস্থানের আশপাশে থাকা জীবাণু নষ্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments