Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeখবরকাশ্মীর উপত্যকাকে সারাদেশের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছে।

কাশ্মীর উপত্যকাকে সারাদেশের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছে।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্প বিষয়ে পর্যালোচনা করেছেন।

জনস্বার্থে প্রচারিত

জাতীয় এই প্রকল্পটির অধীনে থাকা ২৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথ উধমপুর থেকে বারামুল্লা পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় কাশ্মীর উপত্যকাকে সারাদেশের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছে।

২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেল পথের মধ্যে ১৬১ কিলোমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছে। কাটরা বানিহাল অংশে এই শাখাটি সম্প্রসারণের কাজ চলছে। এই শাখাটির মধ্যে সুরঙ্গ পথই প্রধান।

এই প্রকল্পের উন্নয়নে সন্তোষ ব্যক্ত করে শ্রী গোয়েল জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের অধিবাসীদের এরপর থেকে সারাদেশের সঙ্গে সারা বছর ব্যাপী উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে।

শ্রী গোয়েল এই প্রকল্পের সকল কৌশলী ইঞ্জিনিয়ারদের কাজটি দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন।

তিনি আরও নির্দেশ দিয়েছেন যাতে প্রকল্পটির জন্য প্রয়োজনীয় উপাদান সামগ্রী সংগ্রহ ও অনুমতি সংক্রান্ত প্রক্রিয়া যথা সময়ে সম্পন্ন হয় ও তার ফলে গঠনমূলক এই প্রক্রিয়াটিতে কোনোরূপ বিলম্ব যাতে না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments