Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরসাহসিকতার জন্য ২জন ও সেবার জন্য ৮৯জন রাষ্ট্রপতি পদক পেয়েছেন।

সাহসিকতার জন্য ২জন ও সেবার জন্য ৮৯জন রাষ্ট্রপতি পদক পেয়েছেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নৌ আধিকারিকদের বিশেষ সেবা এবং বীরত্ব পুরস্কারে, ভারতীয় তটরক্ষী বাহিনীর কর্মীদের বিশেষ ও প্রশংসনীয় সেবা এবং বীরত্বের জন্য “রাষ্ট্রপতি তটরক্ষক পদক” এবং “তটরক্ষক পদক” এ সম্মানিত করেছেন।

জনস্বার্থে প্রচারিত

প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ২০২১-এর সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ক্যাপ্টেন, লেফটেন্যান্ট-এর সাম্মানিক পদগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি ২০২০-র জীবন রক্ষা পদক সিরিজের পুরস্কার প্রাপকদের নাম অনুমোদন করেছেন। ৪০ জনের সর্বোত্তম জীবন রক্ষা পদক একজন, উত্তম জীবন রক্ষা পদক আটজন এবং জীবন রক্ষা পদক ৩১ জনকে দেওয়া হবে।

একজন মরণোত্তর পুরস্কার পাবেন। কারোর জীবন বাঁচানোর স্বীকৃতি হিসেবে জীবন রক্ষা পদকের সিরিজের পুরস্কারগুলি দেওয়া হয়। সমাজের যে কোনও স্তরের মানুষই এই পুরস্কারের যোগ্য। মরণোত্তর পুরস্কারও দেওয়া হয়ে থাকে।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মোট ৯৪৬ পুলিশ কর্মী পুরস্কৃত হয়েছেন। সাহসিকতার জন্য ২জন ও সেবার জন্য ৮৯জন রাষ্ট্রপতি পদক পেয়েছেন। এছাড়াও সাহসিকতার জন্য ২০৫ ও সেবার জন্য ৬৫০কে পদক দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments